• NEWS PORTAL

  • শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

ঈদে মুক্তি পাচ্ছে কাজী মারুফের সিনেমা

প্রকাশিত: ২২:০৯, ২৬ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
ঈদে মুক্তি পাচ্ছে কাজী মারুফের সিনেমা

ঢাকাই চলচ্চিত্রের অভিনেতা কাজী মারুফ। সিনেমা জগতে অবশ্য তার নায়ক পরিচয়টি ছাড়াও আলাদা একটি পরিচয় রয়েছে, তিনি ঢাকাই ছবির প্রখ্যাত পরিচালক ও অভিনেতা কাজী হায়াতের ছেলে। দীর্ঘদিন অভিনয় থেকে বিরতিতে থাকা এই শক্তিমান অভিনেতা তার ভক্ত দর্শকদের নতুন উপহার দেওয়ার ঘোষণা দিয়েছিলেন বেশ কিছুদিন আগে। এবার তিনি তার সেই কথা রাখলেন। ঈদে মুক্তি পেতে যাওয়া ছবিগুলোর তালিকায় যুক্ত হলো কাজী মারুফের ‘গ্রিন কার্ড’। 

সোমবার (২৫ মার্চ) চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে সম্পূর্ণ যুক্তরাষ্ট্রে চিত্রায়িত ‘গ্রিন কার্ড’ মুক্তির অনুমতি পেয়েছে। তাই ঈদে মুক্তিতে কোনো জটিলতা থাকছে না।

কাজী মারুফ তার ছবির মুক্তি প্রসঙ্গে সংবাদমাধ্যমে বলেন, 'আজ (সোমবার) সেন্সর অনুমতি পেয়েছি। ঈদে ‘গ্রিন কার্ড’ মুক্তি দেব। যেহেতু আজ সেন্সর পেলাম, আজ থেকে হল বুকিং শুরু করবো। কাজী মারুফ এখনো ফুরিয়ে যায়নি। ইনশাল্লাহ ভালো কিছুই নিয়ে ফিরছি।'

যুক্তরাষ্ট্র প্রবাসী হওয়ায় দেশটিতে বাংলাদেশিদের নানা কষ্ট নিজ চোখে দেখেছেন কাজী মারুফ। জীবন ঘনিষ্ঠ সেই গল্প তিনি তুলে ধরছেন ‘গ্রিন কার্ড’-এ।যৌথভাবে 
এই সিনেমার চিত্রনাট্য লিখেছেন রওশন আক্তার নিপা।

কাজী মারুফ বলেন, আমেরিকা থেকে যেটা আমি নিজ চোখে দেখেছি সেই গল্প নিয়ে এ ছবি বানিয়েছি। যারা ওই জীবন দেখেছে তারা একবাক্যে বলবে ‘গ্রিন কার্ড’ বাস্তব ও জীবনের গল্পের ছবি। আমার ছবির জন্য এক শ্রেণির দর্শক আছে। আমার বিশ্বাস তারা এ ছবি দেখে পছন্দ করবে।

কাজী মারুফ মনে করেন, যুগ বদলেছে, ঈদের ছবি মানেই নাচে গানে ভরপুর ছবি সেই যুগতো এখন আর নেই। তিনি বলেন, যে ছবিতে মানুষ নিজের কথা বা গল্প খুঁজে পায় সেই ছবি পছন্দ করে। এখনও পর্যন্ত যেসব ছবি হিট করেছে সেগুলো তাই হয়েছে। আমার এই ছবি পুরোপুরিভাবে মানুষের কথা বলা হয়েছে। এ কারণে আমি বলতে পারি এটা ঈদের ছবি। ছবি দেখে দর্শক যা বলবে সেই স্টেটমেন্টটাই আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

প্রসঙ্গত, পিতা স্বনামধন্য পরিচালক কাজী হায়াতের মাধ্যমে ২০০২ ‘ইতিহাস’ ছবি দিয়ে রুপালি পর্দায় অভিষিক্ত হয়েছিলেন কাজী মারুফ। প্রথম ছবিতেই তিনি বাজিমাত করেছিলেন। পরে তিনি একে একে অভিনয় করেন অন্ধকার, অন্য মানুষ, ক্যাপ্টেন মারুফ, ওরা আমাকে ভালো হতে দিল না, দেহরক্ষীর মতো ছবিতে। কয়েকবছর ধরে যুক্তরাষ্ট্রের লং আইল্যান্ডে বসবাস করছেন মারুফ। নিজে প্রযোজক হয়ে দীর্ঘদিন পর মারুফ নির্মাণ করলেন ‘গ্রিন কার্ড’।
 

বিভি/জোহা/টিটি

মন্তব্য করুন: