• NEWS PORTAL

  • বুধবার, ০৮ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আবারও বাংলাদেশি সিনেমায় পাওলি দাম

প্রকাশিত: ২০:০০, ২৬ এপ্রিল ২০২৪

ফন্ট সাইজ
আবারও বাংলাদেশি সিনেমায় পাওলি দাম

দেশের চলচ্চিত্র জগতের এ সময়ের অত্যন্ত মেধাবী নির্মাতা ফাখরুল আরেফীন খান। যার অভিষেক হয়েছিল ‘ভুবন মাঝি’ সিনেমা দিয়ে। এরপর তিনি নির্মাণ করেন ‘গণ্ডি’ এবং ‘জেকে ১৯৭১’ নামের দুটো সিনেমা। অন্যদিকে কলকাতা বা টলিউডের ফিল্মি জগতে পাওলি দাম এক স্বনামধন্য অভিনেত্রী। চিরাচরিত নায়িকা হিসেবে পর্দায় উপস্থিত হবার চেয়ে বৈচিত্র্যময় চরিত্রে কাজ করতে ভালোবাসেন এই অভিনেত্রী। বাংলা চলচ্চিত্রের অসম্ভব গুণী নির্মাতা ফাখরুল আরেফীন খান ও প্রতিভাবান অভিনেত্রী পাওলি দামের মেলবন্ধন হতে চলেছে নির্মাতার চতুর্থ সিনেমা ‘নীল জোছনা’র মধ্য দিয়ে।

সরকারি অনুদানপ্রাপ্ত এই সিনেমাটি নির্মিত হয়েছে মোশতাক আহমেদের প্যারাসাইকোলজি বিষয়ক উপন্যাস ‘নীল জোছনার জীবন’ অবলম্বনে। এবার আরেফিনের সিনেমায় অভিনয় করছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম। তাকে দেখা যাবে সিনেমার প্রধান নারী চরিত্র লায়লার ভূমিকায়। গত বুধবার কলকাতার ডিকালগ ম্যানেজমেন্ট সেন্টারে পাওলির সঙ্গে আনুষ্ঠানিক চুক্তি করেন নির্মাতা ফাখরুল আরেফীন খান। সিনেমায় পাওলির বিপরীতে কে থাকছেন তা এখনও চূড়ান্ত হয়নি। তবে নির্মাতা জানিয়েছেন, পাওলির বিপরীতে দেশের একজন অভিনয়শিল্পীকে তিনি নির্বাচিত করবেন। খুব শিগগির তা চুড়ান্ত করে জানাবেন তিনি।

শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছিলেন ‘সত্তা’ সিনেমায়। লম্বা সময় পর আবার বাংলাদেশের সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন তিনি। আবারও বাংলাদেশের সিনেমায় অভিনয় প্রসঙ্গে পাওলি বলেন, ‘গত বছর নির্মাতা ফাখরুল আরেফিন খান আমার সঙ্গে এই সিনেমা নিয়ে যোগাযোগ করেন। প্রথমে তার কাছে থেকে গল্পটি শুনেছি, যেহেতু তখনও মোশতাক আহমেদের সেই বইটি আমার পড়া ছিল না, এরপর যখন বইটি পড়লাম, তখন দারুণ লাগলো। বলা যায় এই সিনেমার সঙ্গে সেদিন থেকেই জড়িয়ে আছি। যার আনুষ্ঠানিকতা গত বুধবার হয়েছে।’

এই অভিনেত্রী আরও বলেন, ‘সত্যি বলতে কী প্যারালাল ইউনিভার্স নিয়ে বাংলায় কাজ হয়নি বললেই চলে। হলিউডে কিছু কাজ হয়েছে। যেগুলোর মধ্যে রয়েছে ক্রিস্টোফার নোলানের ইন্টারেস্টলার, ইনসেপশনের উদাহরণ দেওয়া যেতে পারে।’

নির্মাতা ফাখরুল আরেফীন খান বলেন, ‘নীল জোছনা’ সিনেমার কাজ শুরু করেছিলাম প্রায় ৬ বছর আগে। সেই ২০১৮ সালের শেষের দিকে। প্যারাসাইকোলজি নিয়ে আমার ধারণা এর আগে বাংলাদেশে কোনো কাজ হয়নি। আর সে কারণেই যখন আমি মোশতাক আহমেদের উপন্যাসটি পড়ি, তখনই চিন্তা করি সিনেমা বানানোর। এরপর ২০১৯ সালে করোনা এবং আমার ‘জেকে ১৯৭১’ সিনেমার কারণে কাজটি বন্ধ ছিল। এরপর আবারও গত বছরের শুরু থেকে কাজটি শুরু করি।’ 

নতুন এই সিনেমায় পাওলি দাম যুক্ত হওয়া প্রসঙ্গে প্রসঙ্গে এই নির্মাতা বলেন, ‘আমাদের গল্পের অন্যতম নারী চরিত্র লায়লা, যা পাওলি দামের সঙ্গে অনেক বেশি যায়। যার কারণে আমরা তাকে এই চরিত্রের জন্য প্রথমে নির্বাচিত করি। এরপর পাওলির সঙ্গে যোগাযোগ হয়, তাকে চিত্রনাট্য পাঠানো হলে তিনিও আমাদের সিনেমায় অভিনয়ের জন্য রাজি হন। আশা করছি, আমরা পাওলিকে নিয়ে কাজটি খুব ভালোভাবে শেষ করতে পারব।’

নির্মাতা জানান, ‘নীল জোছনা’ সিনেমার দৃশ্যধারণ শুরু হবে আগামী মাসের শেষদিকে ও একটানা জুলাই মাসের শেষ সপ্তাহ পর্যন্ত চলবে।

বিভি/জোহা/টিটি

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2