• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

দেড় বছরের রাহা ২৫০ কোটি রুপির মালিক!

প্রকাশিত: ১২:১১, ৩১ মার্চ ২০২৪

ফন্ট সাইজ
দেড় বছরের রাহা ২৫০ কোটি রুপির মালিক!

মাত্র দেড় বছর বয়সেই সবাইকে অবাক করলেন রণবীরকন্যা। এই বয়সে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তানের তকমা পেয়ে গেলেন স্টারকিড রাহা কাপুর! তার সম্পত্তির পরিমাণ ২৫০ কোটি রুপি।

আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, এ মুহূর্তে মুম্বাইয়ের পালি হিলস্ এলাকায় একটি অ্যাপার্টমেন্টের ৯ তলায় থাকেন ‘রণলিয়া’ দম্পতি। এই আবাসনে আলিয়ারও একটি ফ্ল্যাট রয়েছে, যার আনুমানিক মূল্য ৩২ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪২ কোটি টাকা)।  

অন্যদিকে গত তিন বছর ধরে বান্দ্রায় নিজেদের বাংলো তৈরি করছেন এই তারকা দম্পতি। দাদা রাজ কাপুরের ‘কৃষ্ণা রাজ’ বাংলোকেই নতুনভাবে তৈরি করছেন এই জুটি। খুব শিগগিরই নিজেদের স্বপ্নের বাড়িতে প্রবেশ করবেন রণবীর-আলিয়া।  

আর এই বাংলোর আনুমানিক মূল্য প্রায় ২৫০ কোটি রুপি তথা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৩০ কোটি টাকা। 

বলিউডের ঘনিষ্ঠ সূত্রের খবর, নিজেদের উপার্জনের অনেকটা অর্থই ‘কৃষ্ণা রাজ’বাংলোতে বিনিয়োগ করছেন ‘রণলিয়া’। আর বাংলোটি এরই মধ্যে মেয়ে রাহার নামে করে দিয়েছেন তারা।  

সে হিসাবে রাহা কাপুরই এই মুহূর্তে বলিউডের সব থেকে ধনী তারকা সন্তান। আপাতত যদিও ২৫০ কোটি রুপির কথা জানা গেলেও বাস্তবে হয়তো এর থেকেও বেশি অর্থের মালিক রাহা। 

বিভি/এসকে/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2