• NEWS PORTAL

  • বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫

আবারও ডিভোর্স সালমার, টিকলো না দ্বিতীয় সংসারও

প্রকাশিত: ১১:৩৮, ৩১ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
আবারও ডিভোর্স সালমার, টিকলো না দ্বিতীয় সংসারও

পারিবারিক কলহের কারণে প্রথম স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর দ্বিতীয় বিয়ে করেছিলেন জনপ্রিয় লোকসংগীত শিল্পী ও 'ক্লোজআপ ওয়ান' তারকা মৌসুমি আক্তার সালমা। সাত বছরের মাথায় আবারও বিচ্ছেদ হয়েছে তার। এবার স্বামী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। 

পারস্পরিক সম্মতিতে তাদের ডিভোর্স সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত করেছেন সাগর নিজেই। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে সানাউল্লাহ নূরে সাগর তাদের বিচ্ছেদের খবরটি নিশ্চিত করেছে। 

বিচ্ছেদ প্রসঙ্গে সাগর তার পোস্টে উল্লেখ করেন, ‘কণ্ঠশিল্পী সালমার সঙ্গে আমার দাম্পত্য জীবনের ইতি টেনেছি। মূলত পারস্পরিক মতের অমিল এবং মানসিকতার দূরত্বের কারণে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমাদের বৈবাহিক সম্পর্কের সমাপ্তি ঘটলেও একে অপরের প্রতি সম্মান ও মর্যাদা অক্ষুণ্ণ থাকবে।’

সাগর আরও জানান, বিচ্ছেদ হলেও তাদের একমাত্র কন্যাসন্তানের কথা ভেবে তারা সুন্দর সম্পর্ক বজায় রাখবেন। তিনি লেখেন, ‘আমরা দুজন আলাদা হয়েছি ঠিকই, কিন্তু আমাদের একটি কন্যাসন্তান রয়েছে। আমার সন্তানের মাতা হিসেবে সালমা চিরকাল আমার কাছে সম্মান ও শ্রদ্ধার আসনে থাকবেন। কণ্ঠশিল্পী হিসেবে তার প্রতি আমি আজীবন কৃতজ্ঞ।’

ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে সাগর লেখেন, জীবনের এই কঠিন সময়ে যেন কেউ নেতিবাচক মন্তব্য করে তাদের বিব্রত না করেন।

এ ব্যাপারে সালমা বলেন, হ্যাঁ, আমাদের বিচ্ছেদ হয়েছে। গত ২৯ নভেম্বর আমাদের বিচ্ছেদ হয়। এটা নিয়ে আর কিছু বলতে চাই না। এখন শুধু গানে মনোযোগ দিতে চাই। বিচ্ছেদ নিয়ে ভাবতে চাই না। ভালো ভালো গান গাইতে চাই।

এর আগে ২০১১ সালে পারিবারিকভাবে শিবলী সাদিককে বিয়ে করেছিলেন তিনি। পারিবারিক কলহের জেরে ২০১৬ সালে বিচ্ছেদ ঘটেছিল। এরপর ২০১৮ সালে আইনজীবী সানাউল্লাহ নূরে সাগরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন এই গায়িকা। সেটাও এখন অতীত হয়ে গেল।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2