নেট দুনিয়ায় সাড়া ফেলেছে ‘বেঁচে যাওয়া ভালোবাসায়’

‘দেয়ালের দেশ’
এবার ঈদের মুক্তির অপেক্ষায় আছে রাজ-বুবলীর সিনেমা ‘দেয়ালের দেশ’। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে প্রকাশ পেয়েছে সিনেমাটির একটি গান। আর মুহূর্তে তা লুফে নিয়েছেন দেশের সিনেমাপ্রেমীরা।
শনিবার (৩০ মার্চ) বিকালে মুক্তি পেয়েছে ‘দেয়ালের দেশ’ সিনেমার প্রথম গান ‘বেঁচে যাওয়া ভালোবাসা’। নেটদুনিয়ার দর্শকরা গানটির প্রসংশায় ভাসিয়েছেন। রোহিত সাধু খাঁনের কথায় গানটির সুর-সংগীত সাজিয়েছেন ইমন চৌধুরী।গানটি গেয়েছেন এই সময়ের দুই জনপ্রিয় সঙ্গীতশিল্পী মাহতিম শাকিব ও অবন্তী সিঁথি। আর সিনেমাটি পরিচালনা করেছেন মিশুক মনি।
এর আগে গত ২৩ মার্চ মুক্তি পায় সিনেমাটির টিজার। আর টিজারের মতোই রাজ-বুবলী অভিনীত সিনেমার প্রথম গানেও মুগ্ধ নেটদুনিয়া। গানটিতে রাজ-বুবলীর প্রেমের রসায়ণের চিত্র ফুটে উঠেছে। কখনও তারা পাবলিক বাসে, কখনও সড়কে, কখনও আবার নদীর ধারে প্রেমের গল্প রচনা করছেন এই জুটি।
সরকারি অনুদানে নির্মিত ‘দেয়ালের দেশ’ সিনেমাটিতে আরও অভিনয় করেছেন আজিজুল হাকিম, শাহাদাত হোসেন, সমাপ্তি মাশুক, স্বাগতাসহ অনেকে।
বিভি/জোহা
মন্তব্য করুন: