• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

রাজপথে প্রাণ হারানো শিক্ষার্থীদের নিয়ে অপি করিমের ফেসবুক পোস্ট

প্রকাশিত: ১৫:৫১, ১৭ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
রাজপথে প্রাণ হারানো শিক্ষার্থীদের নিয়ে অপি করিমের ফেসবুক পোস্ট

কোটা সংস্কারের দাবিতে উত্তাল সারাদেশ। জীবন বাজি রেখে শিক্ষার্থীরা রাজপথে আন্দোলনে নেমেছেন নিজেদের অধিকার আদায়ে। তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে বিভিন্নভাবে প্রতিবাদ করছেন শোবিজ অঙ্গন থেকে মিডিয়ার অনেকেই। তারকাদের ফেসবুকের টাইমলাইন ভরে উঠেছে নানা জোরালো প্রতিবাদের ভাষায়। জনপ্রিয় অভিনেত্রী অপি করিমও শোক জানিয়েছেন সংঘর্ষে যারা মারা যাওয়া শিক্ষার্থীদের নিয়ে।

অপি তার পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘আমি সালাম, রফিক, জব্বারদের দেখি নি, তবে আসিফ, রাফি, আদনান, সাঈদ, ওয়াসিমদের দেখেছি।’

তিনি তার ক্যাপশন কালো রঙের ব্যানারে পোস্ট করে শোক জানিয়েছেন।

মন্তব্যের ঘরে একজন লিখেছেন, ‘আপনাকে এবং আপনার অভিনয় দেখে এমনিতেই মুগ্ধ হই। কারণ আমার প্রিয় অভিনেত্রী আপনি। আপনার আজকের সাহসী পোস্টটি দেখে সত্যি-ই আপনার প্রতি শ্রদ্ধা আরও বহুগুণে বেড়ে গেল। আপনার প্রতি দোয়া ও নিরন্তর শুভকামনা রইল।‘

অন্য একজন লিখেছেন, ‘স্যালুট জানাই আপনাকে আপু সময়োপযোগী সাহসী কথা বলার জন্য।’

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলন মঙ্গলবার (১৬ জুলাই) থেকে বেশ সহিংস রূপ নেয়। বিভিন্ন স্থানে সংঘর্ষে ছয়জন মারা গেছেন। আহত হয়েছেন কয়েকশ আন্দোলনকারী শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মী। এ অবস্থায় শিক্ষার্থীদের নিরাপত্তা বিবেচনায় সারা দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এবং অধিভুক্ত কলেজের শিক্ষা কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধের নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2