• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

নিহত আবু সাঈদ ও কোটা আন্দোলন নিয়ে স্বস্তিকার আবেগঘন স্ট্যাটাস

প্রকাশিত: ১৫:৪৩, ১৮ জুলাই ২০২৪

ফন্ট সাইজ
নিহত আবু সাঈদ ও কোটা আন্দোলন নিয়ে স্বস্তিকার আবেগঘন স্ট্যাটাস

স্বস্তিকা মুখার্জী

বাংলাদেশে সরকারি চাকুরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন করছেন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দফায় দফায় সংঘর্ষে নিহত হয়েছেন ৬ জন, আহত কয়েক শতাধিক। 

দেশের চলমান পরিস্থিতি নিয়ে সমালোচনা চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এবার এ পুলিশের গুলিতে নিহতদের নিয়ে কথা বললেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী। 

পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদকে নিয়ে বুধবার (১৭ জুলাই) ফেসবুকে একটি ছবি পোস্ট করেন স্বস্তিকা। ছবিটিতে লেখা রয়েছে— ‘বুকের ভেতর অনেক ঝড়, বুক পেতেছি গুলি কর।’

স্বস্তিকার পোস্টটি হুবহু তুলে ধরা হলো—

‘প্রায় এক মাস হলো আমি নিজের দেশে নেই। মার্কিন যুক্তরাষ্ট্রের খবরের চ্যানেলে তৃতীয় বিশ্বের কোনো খবরই তেমন একটা চলে না। আর আমি খুব একটা ফোনের পোকা নই, তাই এত খারাপ একটা খবর কানে আসতে দেরি হলো।

এই তো কয়েক মাস আগে বাংলাদেশ গেলাম। খুব ইচ্ছে ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যাওয়ার। চারুকলা যাওয়ার সৌভাগ্য হয়েছিল, জীবনের একটা স্মরনীয় দিন হয়ে থাকবে। প্রতিবার আসি, ব্যস্ততায় যাওয়া হয় না, মা-ও খুব যেতে চাইতেন বাংলাদেশে, নিয়ে যাওয়া হয়নি। কিন্তু আজ একটা ভিডিও দেখলাম, গুলির ধোঁয়া।

বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আক্রান্ত। ছাত্র বয়স গেছে সেই কবে, তবে জাহাঙ্গীরনগর আর আমার যাদবপুর খুব কাছাকাছি। কাঠগোলাপের গাছ গুলিও কেমন একরকম। একরকম আকাশের মেঘগুলিও। কেবল আজ ওখানে বারুদের গন্ধ। ময়দান ভারী হয়ে নামে কুয়াশায়, দিগন্তের দিকে মিলিয়ে যায় রুটমার্চ। তার মাঝখানে পথে পড়ে আছে ও কি কৃষ্ণচূড়া? নিচু হয়ে বসে হাতে তুলে নিই, তোমার ছিন্ন শির, তিমির।

এমন এক আপ্যায়ন প্রিয় জাতি দেখিনি, খাবারের নিমন্ত্রণ যেন শেষ হতেই চায় না, ওমন সুন্দর করে সারা রাস্তা জুড়ে ভাষার আল্পনা আর কোথায় দেখব? নয়নজুড়ানো দেওয়াল লেখা? এ বোধহয় মুক্তিযুদ্ধের শপথ নেওয়া একটা জাতির পক্ষেই সম্ভব। আজ, অস্থির লাগছে।

আমিও তো সন্তানের জননী। আশা করব, বাংলাদেশ শান্ত হবে। অনেকটা দূরে আছি, এই প্রার্থনাটুকুই করতে পারি। অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই আমাদের আলো। আলো হোক, ভালো হোক সকলের।’

বিভি/জোহা

মন্তব্য করুন: