• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মুগ্ধ’র মৃত্যুতে মাতৃত্ব নিয়ে আবেগঘন স্ট্যাটাস শাহনাজ খুশির

প্রকাশিত: ১৯:২১, ২ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
মুগ্ধ’র মৃত্যুতে মাতৃত্ব নিয়ে আবেগঘন স্ট্যাটাস শাহনাজ খুশির

কোটা সংস্কার আন্দোলন ঘিরে রাজধানীর উত্তরার আজমপুরে সংঘর্ষ চলাকালে ১৮ জুলাই গুলিবিদ্ধ হয়ে মারা যান মীর মাহফুজুর রহমান মুগ্ধ। তিনি বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) শিক্ষার্থী। মুগ্ধকে হারিয়ে তার জমজ ভাই স্নিগ্ধ বিমর্ষ। এ সংবাদ ভারী করে তুলেছে সোশ্যাল মিডিয়াকে। তেমনি জমজ সন্তানদের লালন-পালনের স্মৃতি যেন নাড়া দিয়ে উঠেছে নাট্য অভিনেত্রী শাহনাজ খুশির মাতৃত্বের মননে। 

বৃহস্পতিবার (১ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড অ্যাকাউন্টে এক আবেগ ঘন পোস্ট দিয়েছেন অভিনেত্রী।

শাহনাজ খুশি লিখেছেন, ‌'স্নিগ্ধ-মুগ্ধ⁉️ এমন যুক্ত নাম, কপি মুখ আমার আত্মার খুব কাছের। আমি জানি এর তিল তিল করে সঞ্চিত হওয়া, জন্ম নেয়া, অবিচ্ছেদ্য ভাবে বেড়ে উঠা, দুই হাতে দুজনকে ফিডার ধরা, এক হাতে ভাত মেখে খাওয়ানো, এক মাপের জুতা-জামা কেনা, এক সাথে টিফিন দেয়া, একই সাথে জুতার ফিতা বেঁধে এক চুমুকে দুই গাল ছুঁয়ে ইস্কুলে গেটে ছাড়া!

একটা কেকে জন্মদিনে দুইটা নাম। কিন্তু দুইটা উৎসবের উচ্ছ্বাস। শোবার এক মায়ের দুই হাত, দুইজনের দখল! দুই মুখের হাসির জন্য মায়ের জীবনের অন্য অর্থ ‘র নির্দ্বিধায় বলিদান। এসব আমার চেনা-জানা, অহর্নিশির পথচলা!
সন্তান নিয়ে কথা বলতে গেলে দুই নাম একসাথে উচ্চারণ। খেতে-ঘুমাতে দুই নাম একসাথে ডাকা, এ এক জনমের পথচলার জীবন্ত ঝর্ণাধারা!

স্নিগ্ধ- মুগ্ধ, নিশ্চয় মা এখনও একসাথেই দুইনাম ডাকবে! একসাথে দুই মুখই দেখবে! খুঁজবে একই হাসির শব্দ………..
এখনও জন্মদিনের একই কেকে দুইটা নাম থাকবে, শুধু কেকটা কাটবে একজন……………

স্নিগ্ধ-মুগ্ধ, দিব্য-সৌম্য, এমন সব জোড়া মুখ, যুক্ত নাম আমার অন্তরের অলিখিত একান্ত আপন আত্মীয়।
কিসে পুর্ণ হবে এ শূন্যতা? কোন বাক্যে ঘৃণা জানাবো এ হত্যার? কোন শব্দে ভরবে মায়ের অন্তর…….??'

বিভি/টিটি

মন্তব্য করুন: