• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে অপু বিশ্বাস ও বুবলী!

প্রকাশিত: ১৮:৫৮, ২৭ মে ২০২৫

আপডেট: ১৯:৪০, ২৭ মে ২০২৫

ফন্ট সাইজ
সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে অপু বিশ্বাস ও বুবলী!

সন্তানদের নিয়ে স্নায়ুযুদ্ধে জড়িয়েছেন ঢাকাই নায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলী। শাকিব খানের সঙ্গে বিচ্ছেদের পর নানা বিষয় নিয়ে সংবাদের শিরোনাম হয়েছেন নায়কের দুই প্রাক্তন অপু ও বুবলী। ঢাকাই সিনেমার মেগাস্টারের দুই প্রাক্তন স্ত্রীর ভার্চুয়াল যুদ্ধ প্রায়ই সৃষ্টি করে নতুন আলোচনা।

হুট করেই ফেসবুকে পোস্ট দিয়ে আলোচনা-সমালোচনার জন্ম দেন অপু বিশ্বাস ও বুবলী। কৌশলে কেউ কারো থেকে কম যান না। মঙ্গলবার (২৭ মে) দুপুরে শবনম বুবলী ফেসবুকে একটি পোস্ট দেন। যেখানে ছবিতে দেখা গেছে, শাকিব খান তার ছোট ছেলে শেহজাদ খান বীরের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। আদরে ভরিয়ে দিচ্ছেন সন্তানকে। 

শাকিব ও শেহজাদের বেশ কিছু ছবি শেয়ার করে বুবলী সেই পোস্টের ক্যাপশনে লেখেন, ‘পরিবার- যেখান থেকে জীবন শুরু হয় এবং ভালোবাসা কখনো শেষ হয় না।’ বাবা-ছেলের সুন্দর মুহূর্ত দেখে নেটিজেনরা খুশি হলেও কেউ কেউ সমালোচনা করতে ভোলেননি।

বুবলীর এমন পোস্টের পর থেমে থাকেননি অপু বিশ্বাসও। কিছুক্ষণের মধ্যে তিনিও তার সন্তান আব্রাম খান জয়ের সঙ্গে তার বাবা শাকিব খানের সঙ্গে ঘুমানোর কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। সেই ছবিগুলোর ক্যাপশনে বুবলীকে খানিক খোঁচা মেরে অপু লেখেন, ‘বাবা’ এমন একটি শব্দ, যার সাথে সন্তানের বন্ধন কথায় কথায় প্রমাণ দেওয়ার কিছুই নেই। তা-ও বাবা-ছেলের প্রতিদিনের এই খুনসুটি আর মমত্ববোধ চলতেই থাকবে আর মুহূর্তগুলো ফ্রেমে আটকে থাকবে। 

পোষ্টের শেষ অংশে অপু পরিবার শব্দটি মেনশন করেন। যা থেকে নেটিজেনরা প্রশ্ন তুলছে, তাহলে আবারও এক হয়েছেন শাকিব খান ও অপু বিশ্বাস। যদিও এই ব্যাপারে কোনও মন্তব্য করেননি শাকিব কিংবা অপু কেউই। 

এদিকে সন্তানদের নিয়ে অপু-বুবলীর এমন স্নায়ুযুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। নেতিবাচক মন্তব্যে ভরে যাচ্ছে কমেন্ট বক্স। সন্তানদের নিয়ে দুই নায়িকার এমন প্রতিযোগিতা ভালো চোখে দেখছে না সাধারণ দর্শক।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2