• NEWS PORTAL

  • বুধবার, ২৩ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ছাত্রদের এক দফা দাবির পরেই শাকিব খানের পোস্ট

প্রকাশিত: ২১:০৬, ৩ আগস্ট ২০২৪

ফন্ট সাইজ
ছাত্রদের এক দফা দাবির পরেই শাকিব খানের পোস্ট

সরকার পতনের এক দফা দাবি নিয়ে রাজপথে নেমেছেন দেশের সাধারণ শিক্ষার্থী ও জনগণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সমর্থন যাচ্ছেন দেশের সর্বস্তরের মানুষ। একবার এক দফা দাবির মৌন সমর্থন জানালেন ঢাকাই সিনেমার নায়ক শাকিব খান।

শনিবার (৩ জুলাই) কেন্দ্রীয় শহীদ মিনারে এক দফা দাবি উত্থাপন করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকারীরা। এর ঠিক আধঘণ্টা পর একটি ছবি পোস্ট করেছেন ঢালিউড কিং শাকিব খান। যেখানে দেখাচ্ছেচ কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হওয়া প্রতিবাদী হাজারও মানুষকে দেখা যাচ্ছে। পোস্টের ক্যাপশনে তিনি বাংলাদেশের পতাকার একটি স্টিকারও যোগ করেছেন।

এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলির ঘটনা নিয়ে ফেসবুকে সরব হয়েছিলেন শাকিব খান। সেসময় একটি পোস্ট করে তিনি সেখানে তিনি লেখেন, ‘আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না। কারো মা-বাবার বুক এভাবে খালি হতে পারে না। আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, তাদের কাছে অনুরোধ রইলো, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন। সব ধরনের সংঘাতের সমাপ্তি চাই।’

বিভি/ জোহা

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2