• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

এক সময় কফিশপে কাজ করতেন শ্রদ্ধা কাপুর

প্রকাশিত: ১৬:৩৫, ১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
এক সময় কফিশপে কাজ করতেন শ্রদ্ধা কাপুর

শ্রদ্ধা কাপুর

বলিউডের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তার আরও একটি পরিচয় হলো অভিনেতা শক্তি কাপুরের মেয়ে তিনি। বড় আদরে বেড়ে উঠেন এ নায়িকা। বাবা মায়ের আদরের সন্তান হলেও এক সময় তাকে পার করতে হয়েছিল কষ্টের জীবন। আর সে কথা জানিয়েছেন শ্রদ্ধা নিজেই। 

জানা যায়, শ্রদ্ধার বাবা-মা স্থির করেন, উচ্চ শিক্ষার জন্য মেয়েকে আমেরিকায় পাঠিয়ে দেবেন। কিন্তু তার জীবনযাপন যাতে আর পাঁচজন মেয়ের মতোই সাধারণ হয়, সেই বিষয়ে সচেতন ছিলেন শক্তি ও তার স্ত্রী। 

শ্রদ্ধা বলেছিলেন, 'বাবা-মা ঠিক করেন, আমাকে আমেরিকায় পাঠিয়ে দেবেন। কিন্তু তারা এটাও স্থির করেছিলেন, কোনওভাবেই যাতে আমার জীবনে বৈভব না আসে।' শ্রদ্ধাকে যতটা প্রয়োজন ততখানিই পকেটমানি দিতেন তার অভিভাবকেরা। শ্রদ্ধা বলেন, 'আমাকে খুবই অল্প পকেটমানি দিতেন বাবা-মা। তারা সাফ জানিয়ে দিয়েছিলেন, যদি এর চেয়ে বেশি পয়সার দরকার হয়, নিজে যেন রোজগার করে নিই।'

এরপর আমেরিকার একটি কফিশপে কাজ করতেন শ্রদ্ধা। সেখানে তাকে খুবই অল্প টাকা দেওয়া হত পারিশ্রমিক হিসেবে। এ নিয়ে শ্রদ্ধা বলেন, 'আমি কফি শপে চাকরি পাওয়ার পর আমাকে প্রথম সেলারি হিসেবে ৪০ ডলারের (ভারতীয় মুদ্রায় ৩,৫০০ টাকার বেশি) চেক দেওয়া হয়। ওটাই আমার প্রথম পরিশ্রমিক।' সব টাকা খাওয়াদাওয়া করেই খরচ করে ফেলেছিলেন অভিনেত্রী।

সম্প্রতি মুক্তি পেয়েছে শ্রদ্ধার 'স্ত্রী ২'। ইতোমধ্যে সিনেমাটি বক্স অফিসে ভালোই ব্যবসা করেছে। ছবির সাফল্যে খুশি শ্রদ্ধা। ছবির প্রচার পর্বের সময়কার তার একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে অভিনেত্রী জানিয়েছেন তার প্রথম পারিশ্রমিক কত ছিল।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2