এবার বন্যাদুর্গত শিশুদের পাশে নওশাবা ও উৎসর্গ
এবার বন্যাদুর্গত শিশুদের পাশে নওশাবা ও উৎসর্গ
সম্প্রতি দেশের কয়েকটি জেলা ভয়াবহ বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েন কয়েক লাখ মানুষ। তবে এখন পানি খানিকটা কমে এসেছে। এখন শুরু হয়েছে নানা ধরনের রোগব্যাধি। বিশেষ করে শিশুরা রয়েছে ঝুঁকিতে।
বন্যাকবলিত এলাকার শিশুদের মানসিক স্বাস্থ্যের বিষয়টিকে বিশেষ গুরুত্ব দিতে টুগেদার উই ক্যান এবং উৎসর্গ ফাউন্ডেশন বন্ধু হয়ে পাশে থাকছে। এই ফাউন্ডেশনের ফ্রন্ট লাইনে আছেন অভিনেত্রী নওশাবা আহমেদ।
এই প্রচেষ্টায় নওশাবা সবাইকে যোগ দিতে আহ্বান জানিয়ে বলেছেন, বন্যার্ত শিশুদের জন্য খেলনা, বই, খাতা, রংপেনসিল, স্কুলব্যাগ, জুতা সংগ্রহ চলছে। আর এই আয়োজনের উদ্দেশ্যই হচ্ছে সহমর্মিতার সঙ্গে বন্যাদুর্গতদের পাশে থাকা।
নতুন কিংবা যত্নে থাকা অন্যের ব্যবহারযোগ্য যেকোনো পুরনো খেলনাসামগ্রীও তুলে দিতে পারেন আমাদের এই আয়োজনে। শুক্রবার ও শনিবার এই দুই দিন উপহার হিসেবে সংগ্রহ শেষে সেগুলো পৌঁছে দেয়া হবে বন্যা কবলিত এলাকায়।
বিভি/জোহা
মন্তব্য করুন: