গানের জন্য মৃত্যুর হুমকি পেয়েছেন হায়দার হোসেন
হায়দার হোসেন
দেশের অন্যতম জনপ্রিয় গায়ক হায়দার হোসেন। প্রেম,বিরহ,দেশপ্রেম,প্রতিবাদ,স্বাধীনতা প্রায় সকল কিছুই উঠে আসে ‘ফাইসা গেছি’ খ্যাত এই গায়কের গানে। নিজের লেখা গানগুলো নিজেই করেন সুর। আর যা ছুঁয়ে যায় শ্রোতাদের অন্তর।
সঙ্গীতশিল্পী হায়দার কিশোর বয়স থেকে গানের সঙ্গে যুক্ত থাকলে কিছুদিন চাকরি করেছেন বাংলাদেশ বিমান বাহিনীতে। চাকরি ছেড়ে আবারও নিয়মিত গানের ভুবনে। তার গানের মাধ্যমে তুলে ধরেন না পাওয়া স্বাধীনতার কথা, অধিকারের কথা। আর যে কারণে বিভিন্ন সময় না মহলে থেকে পেয়েছেন হুমকিও।
এক প্রশ্নের জবাবে হায়দার হোসেন বাংলাভিশনকে বলেন, আমি দেশ নিয়ে, দেশের মানুষ নিয়ে ভাবি। তাই কোথাও অন্যায় দেখলে চুপ করে বসে থাকতে পারি না। আমার রাস্তায় নেমে প্রতিবাদ করার শাক্তি বা সামর্থ নেই, তাই আমি গানের মাধ্যমে আমার কথাগুলো তুলে ধরি।
তিনি আরও বলেন, গানের মাধ্যমে দেশের বাস্তব চিত্র তুলে ধরার কারণে নানা সময় বিভিন্ন বাহিনী থেকে ফোন আসে। অনেকে ফোন করে হুমকি দেয়। বিগত সরকারের আমলে গানের জন্য আমাকে মৃত্যুর হুমকিও দেয়া হয়েছিল।
বিস্তারিত দেখুন ভিডিওতে-
বিভি/জোহা
মন্তব্য করুন: