• NEWS PORTAL

  • শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

প্রকাশিত: ১৪:৫৫, ১১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
আত্মহত্যা করেছেন মালাইকার বাবা

মালাইকার বাবা

বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার পরিবারে শোকের ছায়া। বুধবার ১১ (সেপ্টেম্বর)  হয়েছেন অভিনেত্রীর বাবা অনিল আরোরা। জানা যাচ্ছে, মুম্বাইয়ের বান্দ্রার বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন তিনি। ঘটনাস্থলে পৌঁছেছে মুম্বাই পুলিশ। ঘটনা জানতে পেরেই সেখানে মালাইকার প্রাক্তন স্বামী আরবাজ় খান সকলের আগে ঘটনাস্থলে পৌঁছন। 

কেন এমন সিদ্ধান্ত তিনি নিয়েছেন, তা এখনও স্পষ্ট নয়। পুলিশ তদন্ত শুরু করেছে। ঘটনা নিয়ে এখনও মালাইকা এবং তার বোন অমৃতা অরোরা কোনও প্রতিক্রিয়া দেননি।

সূত্রের খবর, বুধবার সকাল ৯টায় প্রথম খবর পাওয়া যায়। তবে মালাইকা এই মুহূর্তে পুণেয় রয়েছেন। দুঃসংবাদ পেয়েই তিনি মুম্বাইয়ের উদ্দেশে রওনা হয়েছেন। অভিনেত্রীর বাবার বাড়িতে রয়েছেন আরবাজ়। পুলিশ অনিলের মরদেহ আপাতত হাসপাতালে নিয়ে গিয়েছে। সেখানেই ময়নাতদন্ত হবে বলে জানা যাচ্ছে।

মালাইকার যখন ১১ বছর বয়স, তখনই তার বাবা-মায়ের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। ভারতীয় নৌ-সেনায় কর্মরত ছিলেন অভিনেত্রীর বাবা। দুই মেয়ে বিনোদন জগতের অন্যতম মুখ হলেও, নিজে প্রচারের আলো থেকে দূরে থাকতেই পছন্দ করতেন। হিন্দু পাঞ্জাবি পরিবারে জন্মেছিলেন অনিল আরোরা। ভারতের সীমান্তে ফজ়িলকায় তার আদি বাড়ি। খ্রিষ্টান মালয়লি পরিবারের মহিলা জয়েস পলিক্র্যাপকে বিয়ে করেছিলেন তিনি।

বিভি/জোহা

মন্তব্য করুন: