• NEWS PORTAL

  • শুক্রবার, ১৭ অক্টোবর ২০২৫

দেবের সিনেমায় থাকছেন না তাসনিয়া ফারিণ

প্রকাশিত: ১৭:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
দেবের সিনেমায় থাকছেন না তাসনিয়া ফারিণ

তাসনিয়া ফারিণ ও দেব

কলকাতার সুপারস্টার দেবের নায়িকা হয়ে একটি সিনেমায় অভিনয় করার কথা ছিল তাসনিয়া ফারিণের। কিন্তু সেই সিনেমা থেকে সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী। 

জানা যায়, নির্মাতা অভিজিৎ সেনের পরিচালনায় আগামী নভেম্বর মাসে কলকাতা ও যুক্তরাজ্যে শুটিং শুরুর কথা ছিল সিনেমাটির।

এ নিয়ে ফারিণ বলেন, ‘নানা অনিশ্চয়তার কারণেই সিনেমাটি থেকে সরে এসেছি। ছবির প্রযোজক অতনু রায় চৌধুরীর সঙ্গে দীর্ঘ সময় ধরে আলাপ করার পর এই সিদ্ধান্ত নিয়েছি। আপাতত সিনেমাটিও হচ্ছে না।’

তিনি আরও বলেন, ‘আওয়ামী সরকার পতনের পর বাংলাদেশ থেকে ভারতের ভিসা জটিলতা তৈরি হয়েছে। ভিসা পেতে সময় লাগছে। নির্ধারিত নভেম্বর মাসে শুটিং শুরু করা না গেলে সমস্যা। কিন্তু সঠিক সময়ে বাংলাদেশ থেকে ভিসা পাওয়াও অনিশ্চিত। এসব কারণে ছবিটিতে কাজ করা হচ্ছে না।’

তবে এ নিয়ে দেব বা নির্মাতা অভিজিৎ সেনের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এর আগে ফারিণের ‘পাত্রী চাই’ নামে কলকাতার আরেকটি ছবিতে কাজের কথা ছিল।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2