• NEWS PORTAL

  • রবিবার, ১৩ অক্টোবর ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

১৪ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড

প্রকাশিত: ১৬:০৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪

আপডেট: ১৯:৪৬, ১৬ সেপ্টেম্বর ২০২৪

ফন্ট সাইজ
১৪ বছর পর বাংলাদেশে আসছে জাল ব্যান্ড

দীর্ঘ ১৪ বছরের বিরতির পর জনপ্রিয় পাকিস্তানি রক ব্যান্ড জাল আবারও বাংলাদেশে কনসার্ট করবে। বহুল প্রতীক্ষিত এই ইভেন্টটি ‘লেজেন্ডস অফ দ্য ডেকেড’ শিরোনামে অনুষ্ঠিত হবে আগামী ২৭ সেপ্টেম্বর। জালের বাংলাদেশ সফর নিয়ে ইতোমধ্যেই প্রচারণা শুরু করেছে আয়োজকরা। 

এই কনসার্টটি আয়োজন করছে জিরকোনিয়াম ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেড এবং এমএস অ্যাসেন মাল্টিপারপাস। ৩০০ ফিট পূর্বাচল এক্সপ্রেসওয়ে পাশে স্বদেশ স্বর্ণালী আভাসা এলাকায় অনুষ্ঠিত হবে জমকালো এক আয়োজন। 

জালের পাশাপাশি এই ইভেন্টে পারফর্ম করবেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী বাসবাবা সুমন তার ব্যান্ড অর্থহীন এবং তন্ময় তানসেনের ব্যান্ড ভাইকিংস। এছাড়াও লাইনআপে আরও শিল্পীদের যোগ দেওয়ার সম্ভাবনা আছে বলে জানান আয়োজকরা।

আয়োজক প্রতিষ্ঠান জিরকোনিয়ামের চেয়ারম্যান আমের রাহিম আফতাব বলেন, ‘এক দশকেরও বেশি সময় পর জালের বাংলাদেশে ফিরে আসা আমাদেরকে এই অনুষ্ঠানটির নাম ‘লিজেন্ড অফ দ্য ডিকেড’ রাখতে অনুপ্রাণিত করেছে। সেই সঙ্গে বাংলাদেশের দুই জনপ্রিয় ব্যান্ড অর্থহীন এবং ভাইকিংসের অন্তর্ভুক্তি এই কনসার্টে নতুন মাত্র যোগ করছে। বাসবাবা সুমনের শারীরিক অসুস্থা নিয়ে লাইভ পারফরম্যান্স আমাদের জন্য এক বিশেষ আবেগপূর্ণ মুহূর্ত তৈরি করবে বলে আমার মনে হয়।’ 

অ্যাসেনের সিইও এবং লেজেন্ডস অফ দ্য ডেকেডের সহ-আয়োজক আনন্দ চৌধুরী  বলেন, ‘এই অনুষ্ঠানটি হবে সম্ভবত বছরের সবচেয়ে বড় ইভেন্ট। আমরা আমাদের দর্শকদের জন্য একটি স্মরণীয় অভিজ্ঞতা প্রদানের জন্য প্রতিশ্রুতিবদ্ধ। জাল, অর্থহীন এবং ভাইকিংসের পাশাপাশি, আমরা আরও অনেক চমকের ব্যবস্থা রেখেছি। জালের বাংলাদেশে ফিরে আসা নিঃসন্দেহে একটি ঐতিহাসিক ঘটনা হবে।’

অনুষ্ঠানটি শুরু হবে সন্ধ্যা। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩,০৫০ টাকা, যা শুধুমাত্র গেট সেট রক (www.getsetrock.com) এর মাধ্যমে পাওয়া যাবে। 

জাল সর্বশেষ ঢাকায় পারফর্ম করেছিল ২০১০ সালে। ২০০২ সালে গোহর মুমতাজ দ্বারা প্রতিষ্ঠিত এই ব্যান্ডটির 'আদাত' গানটি মুক্তির সঙ্গে খ্যাতির শিখরে পৌঁছে যায়। যা পাকিস্তানে রেকর্ড ভেঙেছিল এবং উপমহাদেশ জুড়ে আলোড়ন সৃষ্টি করেছিল। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2