বৃষ্টির দিনে পরীমণির হাঁসের মাংস রান্না, ভিডিও ভাইরাল
ছবি: পরীমণির নিজ হাতে রান্না করা হাঁসের মাংস
ঢালিউডের চিত্রনায়িকা পরীমণি ব্যক্তিগত কারণসহ নানা ইস্যুতে সব সময় আলোচনায় থাকেন। তিনি নিয়মিত সরব থাকেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। টানা কয়েকদিনের বৃষ্টিতে কখনও বেলি ফুল কখনও দোলনচাঁপা হাতে নিয়ে ছবি পোস্ট করতে দেখা গেছে এই অভিনেত্রীকে। এবার নেটিজেনদের তাক লাগালেন নিজের হাতের মজাদার রান্নার ভিডিও দিয়ে।
বৃষ্টির দিনে নিজ হাতে হাঁসের মাংস রান্না করে ফেসবুকে ছবি শেয়ার করেছেন পরীমণি। হাজারো অনুসারী তার এ ভিডিওতে মন্তব্য করেছেন।
ভিডিও পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘আজকে নাকি অনেক বৃষ্টি! নিজের হাতে রান্না হাঁসের মাংস।’
সেই ভিডিওতে একজন লিখেছেন, ‘বৃষ্টি মুখর আবহাওয়া’ অন্য একজন বললেন, ‘বাহ্ অসাধারণ সুন্দর পরী। বৃষ্টির দিনের সেরা রান্না।’
গত মাসে বিবাহবিচ্ছেদের জন্য শুকরিয়া আদায় করেছিলেন তিনি। তিনি লিখেছিলেন, ‘শুকরিয়া। আমারা ভালো আছি। হ্যাপি ডিভোর্স অ্যানিভার্সারি পরী!’
ঢাকাই সিনেমার আলোচিত দম্পতি শরিফুল রাজ ও পরীমণির সংসার দাম্পত্যে টানাপোড়েনের মধ্যে ভেঙে যায়। গত বছর ১৮ সেপ্টেম্বর রাজের ঠিকানায় ডিভোর্স নোটিশ পাঠিয়ে ছিলেন পরীমণি।
‘গুণিন’ সিনেমায় একসঙ্গে অভিনয় করতে গিয়েই সম্পর্কে জড়ান পরীমণি এবং শরিফুল রাজ। এরপর প্রেম পর্ব কাটিয়ে বসে যান বিয়ের পিঁড়িতে। পরীমণি ও শরীফুল রাজ ২০২১ সালের ১৭ অক্টোবর বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০২২ সালে এই দম্পতির সংসারজুড়ে আসে একটি পুত্রসন্তান। চলতি বছরের মে মাসে এক কন্যা সন্তান দত্তক নেন এই তারকা। তার মেয়ের নাম রাখেন সাফিরা সুলতানা প্রিয়ম।
বড় পর্দায় পরীমণির অভিষেক হয় ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ চলচ্চিত্রের মধ্য দিয়ে। তবে ‘রানা প্লাজা’ (২০১৫) সিনেমাতে চুক্তিবদ্ধ হয়ে তিনি আলোচনায় আসেন। মা, গুণিন, মুখোশ, বিশ্বসুন্দরী, স্বপ্নজাল, আমার প্রেম আমার প্রিয়া, রক্ত, মহুয়া সুন্দরী প্রভৃতি পরীমণির উল্লেখযোগ্য চলচ্চিত্র।
বিভি/এআই




মন্তব্য করুন: