• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

শাকিব খানের ‘দরদ’ সিনেমার গান ও ট্রেলার প্রকাশিত

প্রকাশিত: ১৬:২৬, ১২ নভেম্বর ২০২৪

আপডেট: ১৬:৩৭, ১২ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
শাকিব খানের ‘দরদ’ সিনেমার গান ও ট্রেলার প্রকাশিত

ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত শাকিব খানের ‘দরদ’ সিনেমার প্রথম গান প্রকাশিত হয়েছে। প্রকাশিত হলো গানের হিন্দি ও বাংলা ভার্সন দু'টোই। ইউটিউব চ্যানেল টি-সিরিজ পপ-চার্টবাস্টারে হিন্দি ভার্সন এবং টি-সিরিজ বাংলা ও  টাইগার মিডিয়া ইউটিউব চ্যানেলে গানের বাংলা ভার্সনটি উপভোগ করা যাবে। 

১৪৯ মিনিট দৈর্ঘের ‘দরদ’ সিনেমায় ৭টি গান রয়েছে, এরমধ্যে ৪টি বাংলা ও ৩টি হিন্দি গান। আরাফাত মাহমুদ ও জাহিদ আকবরের লেখা ‘এই ভাসাও’ শিরোনামের গানটি গেয়েছেন বালাম ও কোনাল। ওদিকে, ‘জিসম মে তেরে’ শিরোনামের হিন্দি গানটি গেয়েছেন মোহাম্মদ ইরফান ও রুবাই।

আগামী ১৫ নভেম্বর শুক্তবার মুক্তি পাবে ‘দরদ’। সাইকো থ্রিলার গল্পের এই সিনেমাটি বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হয়। বাংলাদেশের ৭০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢাকাই সিনেমার সুপারস্টার খ্যাত শাকিব খানের বছরের তৃতীয় সিনেমা ‘দরদ’। বাংলা ভাষার পাশাপাশি ‘দরদ’ মুক্তি পাবে হিন্দি, তামিল, তেলেগু, মালয়ালম এবং কন্নড় ভাষায়ও।

‘দরদ’ সিনেমায় শাকিবের বিপরীতে নায়িকার চরিত্রে অভিনয় করেছেন ভারতের সোনাল চৌহান। সিনেমায় শাকিব খান ও সোনাল চৌহান ছাড়া আরও অভিনয় করেছেন পায়েল সরকার, রাহুল দেব, রাজেশ শর্মা, সাফা মারওয়া, ইমতু রাতিশ, বিশ্বজিৎ চক্রবর্তী, রিও প্রমুখ। ভারতের বারাণসী ও এলাহাবাদে ‘দরদ’ সিনেমার শুটিংয়ের কাজ শুরু হয় গত বছরের অক্টোবর মাসে।

বিভি/আইজে

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2