• NEWS PORTAL

  • সোমবার, ০৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘লাল গোলাপ’ নিয়ে বাংলাভিশনের পর্দায় ফিরছেন শফিক রেহমান 

প্রকাশিত: ১৫:৪৮, ১৪ নভেম্বর ২০২৪

ফন্ট সাইজ
‘লাল গোলাপ’ নিয়ে বাংলাভিশনের পর্দায় ফিরছেন শফিক রেহমান 

ছবি: লাল গোলাপে শফিক রেহমান

প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে টেলিভিশনের পর্দায় ফিরছেন বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক ও ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান।

অনুষ্ঠানটিতে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে। এর মধ্যে থাকে ওয়ার্ল্ড ওয়াইড ব্লকবাস্টার মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সাথে আলোচনা। আবারও শুরু হতে যাওয়া অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান। এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন তিনি। 

শফিক রেহমান বলেন, আমার নামের সাথে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শকের আকাঙ্খিত অনুষ্ঠান এটি। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হতো। কিন্তু সচেতন মানুষরা জানেন ২০১৬ সালের ১৬ এপ্রিল বিশেষ পরিস্থিতিতে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার আমি প্রিয় কাজে ফিরে আসতে পেরে সত্যিই আনন্দিত। আশা করছি, বরাবরের মতো দর্শকরা তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’র সাথেই থাকবেন। স্বপরিবারে আমাদের এই অনুষ্ঠান উপভোগ করবেন।

বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান তারেক আখন্দ বলেন, আমি বাংলাভিশনের অনুষ্ঠান প্রধান হিসেবে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে, আগামী ০১ ডিসেম্বর থেকে বাংলাভিশনের পর্দায় আপনারা দেখতে পাবেন ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি। বর্তমানে দেশের অনেক টেলিভিশন চ্যানেল প্রতিনিয়তই চেষ্টা করছে ভিন্নভাবে নিজেদের উপস্থাপনের জন্য। সেক্ষেত্রে আমাদের এই অনুষ্ঠানটি সম্পূর্ণ স্বতন্ত্রবৈশিষ্ঠ্যমন্ডিত। গতানুগতিক অনুষ্ঠানের বাইরে এই অনুষ্ঠান। যেখানে দর্শক এক ভিন্ন অনূভুতিতে পৌঁছায়।

তিনি বলেন, উপস্থাপক শফিক রেহমান বাংলাদেশের প্রথিতযশা সাংবাদিক এবং গণমাধ্যম ব্যক্তিত্ব। ধারণা করছি, বাংলাদেশের সবচেয়ে বয়োজৈষ্ঠ ব্যক্তি যিনি উপস্থাপক হিসেবে বাংলাভিশনের পর্দায় আছেন। তাকে আমাদের অনুষ্ঠান বিভাগের অংশ করতে পেরে সত্যিই আমি আনন্দিত।

তাহমিনা মুক্তা’র প্রযোজনায় ‘লাল গোলাপ’ প্রচার শুরু হবে ০১ ডিসেম্বর (রবিবার) থেকে। প্রতি সপ্তাহের রবিবার রাত ১১ টা ৩০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে বাংলাভিশনের পর্দায়।

উল্লেখ্য, ‘লাল গোলাপ’ একটি তথ্যবহুল বিনোদনমূলক অনুষ্ঠান। তাই সমসাময়িক দেশি-বিদেশি ঘটনা নিয়ে এই অনুষ্ঠানের প্রতিটি পর্ব সাজানো হয়। কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপর প্রতিবেদনও থাকে। পাশাপাশি দেখানো হয় বিভিন্ন সিনেমার অংশবিশেষ।  

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2