• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

প্রথমবার একসঙ্গে সারিকা ও হৃদয় খান

প্রকাশিত: ১৮:০৮, ২৬ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
প্রথমবার একসঙ্গে সারিকা ও হৃদয় খান

সারিকা ও হৃদয় খান

দেশের ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সারিকা সাবরিন। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও বর্তমানে তিনি পুরোদস্তর অভিনেত্রী। নাটকে অভিনয়ের পাশাপাশি প্রায় তাকে দেখা যায় বিজ্ঞাপন চিত্রে। 

সঙ্গীতশিল্পী হৃদয় খান তার গান দিয়ে জয় করে নিয়েছেন হাজারও ভক্তের হৃদয়। নিজের গানে মডেল হলেও বিজ্ঞাপন চিত্রে তাকে খুব একটা দেখা যায় না। এবার সারিকা ও হৃদয় খানকে দেখা যাবে এক ফ্রেমে। 

এ নিয়ে সারিকা বলেন, হৃদয় আমার ছোটবেলার বন্ধু, কিন্তু তার সঙ্গে আমার সেভাবে কাজ করার সুযোগ হয়নি। এই প্রথম আমরা একসঙ্গে কাজ করছি। আমার ভীষণ ভালো লাগছে। 

হৃদয় খান বলেন, আমি ভিজুয়ালে খুব কম কাজ করি। অনেক বছর আগে একটি বিজ্ঞাপনে কাজ করেছিলাম। এরপর বি-টেক এক্সপার্ট হেয়ার অয়েলের কাজ করছি। কাজটি বেশ ভালো হয়েছে, আশাকরি আমার ভক্তরা পছন্দ করবে। \

প্রথমবারের মতো ব্রাদার্স টেকনোলজির বি-টেক এক্সপার্ট হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হয়েছেন সারিকা ও হৃদয় খান। আর তাদের চুক্তিবদ্ধ করেছেন মিডিয়া পয়েন্টের কর্ণধার জুনায়েত হোসেন সজিব। 

সম্প্রতি পুর্বাচলের বিথীকা শুটিং হাউজে হয়েছে বিজ্ঞাপনটির দৃশ্য ধারণ। আর এটি নির্মাণ করেছেন মাহাবুব সুমন এবং চিত্রগ্রহণ করেছেন মেহেদি সজিব। জানা যায়, খুব শীঘ্রই দেশের সব টেলিভিশন চ্যানেলে একযোগে প্রচার হবে বিজ্ঞাপনটি। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2