• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তান থেকে হুমকি! কী ঘটে গেল রাজপাল যাদবের জীবনে?

প্রকাশিত: ১৭:০৮, ২৪ জানুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
পাকিস্তান থেকে হুমকি! কী ঘটে গেল রাজপাল যাদবের জীবনে?

সাইফ আলি খানের উপর হামলার ঘটনায় যখন আতঙ্কে গোটা বলিউড। তার মধ্যেই প্রাণনাশের হুমকি পেয়েছেন আরেক অভিনেতা রাজপাল যাদব। ইমেইল মারফত এই হুমকির বার্তা পেয়েছেন তিনি। জানা গিয়েছে, কৌতুকাভিনেতার কাছে হুমকি এসেছে পাকিস্তান থেকে। এর মধ্যেই বড় অঘটন রাজপালের জীবনে।

হুমকি পাওয়ার পরেই ২৪ জানুয়ারি অর্থাৎ শুক্রবার পিতৃহারা হলেন রাজপাল। গত বেশ কয়েক দিন ধরে অসুস্থ ছিলেন অভিনেতার বাবা নৌরঙ্গ যাদব। দিল্লির এইমস্ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শুক্রবার থাইল্যান্ডের পট্টায়াতে ছিলেন রাজপাল। আসন্ন ছবির শুটিং করতে গিয়েছিলেন তিনি। কিন্তু, বাবার মৃত্যুর খবর পেয়েই তড়িঘড়ি দিল্লি চলে যান তিনি। এখনও যদিও কোনও বিবৃতি মেলেনি অভিনেতার তরফে।

২০১৮ সালে বাবার সঙ্গে একটি ছবি সমাজমাধ্যমে ভাগ করে নিয়েছিলেন এ অভিনেতা। সেখানে তিনি লেখেন, ‘আমার বাবাই আমার জীবনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা। আমার উপর তোমার বিশ্বাস না থাকলে, আমি আজ এই জায়গায় পৌঁছতে পারতাম না। আমার বাবা হওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। খুব ভালবাসি তোমাকে।’ এই পোস্টেই স্পষ্ট হয় বাবা ও পুত্রের সম্পর্কের সমীকরণ।

উল্লেখ্য, সাইফের ঘটনার পর থেকে বলিউডে বার বার নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। তার মধ্যেই এই হুমকি বার্তা যেন আরও আতঙ্ক ছড়িয়েছে। বৃহস্পতিবারই রাজপালের কাছে হুমকি বার্তা আসে। রাজপালের সঙ্গে হুমকি বার্তা পেয়েছেন কপিল শর্মা, রেমো ডিসুজাও। পুলিশের কাছে যে ইমেইলের তথ্য এসেছে তাতে বলা হয়েছে, ‘নিজেদের প্রচারের জন্য এমন বার্তা দেওয়া হয়নি। তাই কেউ এই বিষয়টিকে হালকাভাবে নেবেন না। আমরা আপনাদের নিত্য জীবনযাপনের উপর নজর রাখছি।’

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2