অস্কারের মনোনয়ন তালিকা প্রকাশ, ‘এমিলিয়া পেরেজ’ এর বাজিমাত

ফাইল ছবি
দুইবার পেছানোর পর অবশেষে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের ৯৭তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) আমেরিকান অভিনেত্রী র্যাচেল সেনোট ও চীনা বংশোদ্ভূত আমেরিকান কমেডিয়ান বোয়েন ইয়াং মনোনীতদের নাম ঘোষণা করেন। এবার সবচেয়ে বেশি মনোনয়ন পেয়েছে নেটফ্লিক্সের ক্রাইম মিউজিক্যাল সিনেমা ‘এমিলিয়া পেরেজ’। সিনেমাটি ১৩টি বিভাগে মনোনয়ন পেয়েছে। মার্চ মাসের ২ তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় সম্মান বলে বিবেচিত অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস।
এবার দেখে নেওয়া যাক মনোনয়নের তালিকা।
• সেরা চলচ্চিত্র
আনোরা
দ্য ব্রুটালিস্ট
অ্যা কমপ্লিট আননোন
কনক্লেভ
ডুন:পার্ট টু
এমিলিয়া পেরেজ
আই'অ্যাম স্টিল হেয়ার
নিকেল বয়েজ
দ্য সাবস্ট্যান্স
উইকড
`এমিলিয়া পেরেজ' এর পোস্টার
• সেরা নির্মাতা
জ্যাক অঁদিয়ার (এমিলিয়া পেরেজ)
শন বেকার (আনোরা)
ব্র্যাডি করবেট (দ্য ব্রুটালিস্ট)
কোরালি ফারগেট (দ্য সাবস্ট্যান্স)
জেমস ম্যানগোল্ড (আ কমপ্লিট আননোন)
`দ্যা ব্রুটালিস্ট' এর পোস্টার
• সেরা অভিনেতা
অ্যাড্রিয়েন ব্রডি (দ্য ব্রুটালিস্ট)
টিমোতে শ্যালামে (অ্যা কমপ্লিট আননোন)
কোলম্যান ডমিঙ্গো (সিং সিং)
রেফ ফাইঞ্জ (কনক্লেভ)
সেবাস্তিয়ান স্তান (দ্য সাবস্ট্যান্স)
সেবাস্তিয়ান স্তান
• সেরা অভিনেত্রী
সিনথিয়া আরিভো (উইকড)
কার্লা সোভিয়া গ্ল্যাসকোন (এমিলিয়া পেরেজ)
মাইকি ম্যাডিসন (আনোরা)
ডেমি মুর (দ্য সাবস্ট্যান্স)
ফার্নান্দো তোরেস (আই'অ্যাম স্টিল হেয়ার)
ফার্নান্দো তোরেস
• পার্শ্বচরিত্রে সেরা অভিনেত্রী
মনিকা বারবারো (অ্যা কমপ্লিট আননোন)
আরিয়ানা গ্রান্দে (উইকড)
ফেলিসিটি জোনস (দ্য ব্রুটালিস্ট)
ইসাবেলা রোসেলিনি (কনক্লেভ)
জোয়ি সালদানা (এমিলিয়া পেরেজ)
জোয়ি সালদানা
• পার্শ্বচরিত্রে সেরা অভিনেতা
ইউরা বোরিসভ (আনোরা)
কিইরেন কালকেইন (অ্যা রিয়েল পেইন)
এডওয়ার্ড নর্টন (অ্যা কমপ্লিট আননোন)
গাই পিয়ার্স (দ্য ব্রুটালিস্ট)
জেরেমি স্ট্র (দ্য অ্যাপ্রেনটিস)
• সেরা রূপান্তরিত চিত্রনাট্য
অ্যা কমপ্লিট আননোন (জে কক্স এবং জেমস ম্যাংগোল্ড)
কনক্লেভ (পিটার স্ট্রন)
এমিলিয়া পেরেজ (জ্যাক অঁদিয়ার)
নিকেল বয়েস (রামেল রস এবং জোসলিন বার্নস)
সিং সিং (ক্লিন্ট বেন্টলি এবং গ্রেগ কিদা)
• সেরা মৌলিক চিত্রনাট্য
আনোরা (শন বেকার)
দ্য ব্রুটালিস্ট (ব্র্যাডি করবেট এবং মোসা ফাস্টভোল্ড)
অ্যা রিয়েল পেইন (জেসি আইজেনবার্গ)
সেপ্টেম্বর ফাইফ ( মরিজ বিন্ডার, টিম ফেলবাম, অ্যালেক্স ডেভিড)
দ্য সাবস্ট্যান্স (কোরালি ফার্গেট)
• সেরা মৌলিক গান
নেভার টু লেট (নেভার টু লেট)
এল মাল (এমিলিয়া পেরেজ)
মি ক্যামিনো (এমিলিয়া পেরেজ)
লাইক অ্যা বার্ড (সিং সিং)
দ্য জার্নি (দ্য সিক্স ট্রিপল এইট)
• সেরা মৌলিক সুর
দ্য ব্রুটালিস্ট
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
উইকড
দ্য ওয়াইল্ড রোবট
• সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম
আই অ্যাম স্টিল হিয়ার (ব্রাজিল)
দ্য গার্ল উইথ দ্য নিডল (ডেনমার্ক)
এমিলিয়া পেরেজ (ফ্রান্স)
দ্য সিড অব দ্যা সেক্রেড ফিড (জার্মানি)
ফ্লো (লাটভিয়া)
• সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম
ফ্লো
ইনসাউড আউট টু
মেময়ার অব অ্যা স্ল্যাল
ওয়ালেস অ্যান্ড গ্রোমিট: ভেঞ্জেন্স মোস্ট ফাউল
দ্য ওয়াইল্ড রোটট
• সেরা প্রামাণ্যচিত্র
ব্ল্যাক বক্স এন্ড ডায়েরিজ
নো আদার ল্যান্ড
পোর্সেলিন ওয়ার
সাউন্ডট্র্যাক টু আ ক্যু দে’তা
সুগারকেন
• সেরা পোশাক পরিকল্পনা
উইকড
নসফেরাতু
অ্যা কমপ্লিট আননোন
কনক্লেভ
গ্ল্যাডিয়েটর টু
• সেরা রূপসজ্জা ও কেশসজ্জা
অ্যা ডিফরেন্ট ম্যান
এমিলিয়া পেরেজ
নসফেরাতু
দ্য সাবস্ট্যান্স
উইকড
• সেরা শিল্প নির্দেশনা
উইকড
দ্য ব্রুটালিস্ট
ডুন:পার্ট টু
নসফেরাতু
কনক্লেভ
• সেরা শব্দগ্রহণ
অ্যা কমপ্লিট আননোন
ডুন:পার্ট টু
এমিলিয়া পেরেজ
উইকড
দ্য ওয়াইল্ড রোটট
• সেরা সম্পাদনা
আনোরা
দ্য ব্রুটালিস্ট
কনক্লেভ
এমিলিয়া পেরেজ
উইকড
• সেরা চিত্রগ্রহণ
দ্য ব্রুটালিস্ট
ডুন: পার্ট টু
এমিলিয়া পেরেজ
মারিয়া
নসফেরাতু
• সেরা ভিজ্যুয়াল ইফেক্টস
এলিয়েন: রোমুলাস
বেটার ম্যান
ডুন: পার্ট টু
কিংডম অব দ্যা প্ল্যানেট অব দ্যা এপস
উইকড
• সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
আনুজা
আই অ্যাম নট আ রোবট
দ্যা লাস্ট রেঞ্জার
অ্যা লিয়েন
দ্যা ম্যান হু কুড নট রিমেইন সাইলেন্ট
• সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড চলচ্চিত্র
বিউটিফুল ম্যান
ইন দ্য শ্যাডো অব দ্যা সাইপ্রেস
ম্যাজিক ক্রান্ডিস
ওয়ান্ডার টু ওয়ান্ডার
ইয়াক
• সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র
ডেথ বাই নাম্বারস
আই অ্যাম রেডি, ওয়ারডেন
ইনসিডেন্ট
ইনন্সট্রুমেন্ট অব আ বিটিং হার্ট
দ্য অনলি গার্ল ইন দ্যা অর্কেস্ট্রা
বিভি/এসজি
মন্তব্য করুন: