• NEWS PORTAL

  • শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫

অনেক দূর যেতে চায় শিশুশিল্পী তাইফ

প্রকাশিত: ১৫:৪১, ৫ মার্চ ২০২৫

ফন্ট সাইজ
অনেক দূর যেতে চায় শিশুশিল্পী তাইফ

তাওহীদুল ইসলাম তাইফ

বর্তমান সময়ে শিশু শিল্পী হিসেবে বেশ জনপ্রিয় হয়ে উঠেছে তাওহীদুল ইসলাম তাইফ। এবছর একের পর এক নাটক, বিজ্ঞাপনে দেখা যাচ্ছে এই অভিনেতাকে। মাত্র ৯ বছর বয়সে অভিনয় করছেন জনপ্রিয় সব অভিনেতাদের সঙ্গে। মঙ্গলবার (৪ মার্চ) ছিল তাইফের জন্মদিন। 

জন্মদিন উপলক্ষে শিশুশিল্পী তাইফ বলেন, আমি অনেক ছোট বেলা থেকে অভিনয় করছি। অভিনয়ের পাশাপাশি পড়াশোনা ও ক্রিকেট আমার ভীষণ ভালো লাগে। আমার জন্য সবাই দোয়া করবেন। 

বছরের শুরুতে ‘মন দুয়ারি’ নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা অর্জন করেছে তাইফ। এই নাটকে প্রধান চরিত্রে দেখা গিয়েছে জিয়াউল ফারুক অপূর্বকে। এছাড়াও আরশ খানের ‘নাস্তা’ নাটকে দেখা গিয়েছে তাইফকে। নাটকের পাশাপাশি বেশকিছু বিজ্ঞাপনে কাজ করেছে এই শিশুশিল্পী।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2