• NEWS PORTAL

  • বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

প্রশংসিত হলো এক্টোম্যানিয়ার নাটক ‘দ্য ম্যান আউটসাইড’

প্রকাশিত: ১৯:৩৮, ২৯ এপ্রিল ২০২৫

আপডেট: ১৯:৪০, ২৯ এপ্রিল ২০২৫

ফন্ট সাইজ
প্রশংসিত হলো এক্টোম্যানিয়ার নাটক ‘দ্য ম্যান আউটসাইড’

ঢাকার মঞ্চে প্রদর্শিত হলো ‘দ্য ম্যান আউটসাইড’।  নাটকের দল এক্টোম্যানিয়ার প্রযোজনায় এটি ছিল ৪র্থ মঞ্চায়ন। 

সোমবার (২৮ এপ্রিল) শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হয়। এদিন বিকাল থেকেই বৃষ্টি থাকলেও সন্ধ্যায় নাটক শুরুর সঙ্গে সঙ্গে দর্শকে পরিপূর্ণ হয়ে যায় থিয়েটার হলটি।  

জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের নাটকটি বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের। নাটকটি নিয়ে নির্দেশক বলেন, ‘উলফগ্যাং বোরচার্ট মাত্র ২৭ বছর বয়সে মারা যান। এই একটি নাটকই তিনি লিখেছেন। ‘দ্য ম্যান আউটসাইড’ একটি যুদ্ধবিরোধী নাটক। আমরা সেসকল যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মাধ্যমে। এটি এমনই এক গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন।’

অনুবাদক মামুন হক এ নাটক সম্পর্কে বলেন, ‘যুদ্ধহীন সমাজ বাস্তবতার এক অনন্য প্রতিচ্ছবি ও শান্তিময় পৃথিবীর আশাকে বুকে বেঁধে নতুন প্রজন্মকে আলোকিত করতেই এ নাটকটি বাংলায় অনুবাদ করতে প্রেরণা পেয়েছি। নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে।’

নাটকটি দেখে বেশ প্রশংসা করেন উপস্থিত দর্শকরা। তারা বলেন, এ ধরনের নাটক মানুষকে যুদ্ধ থেকে বিরত থাকার বার্তা দেয়। 

এই নাটকটিতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া,মার্শিয়া শাওন, প্রথমা রহমান, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন, মঈনুল বাপ্পি, সানবি মীর প্রমুখ।

প্রযোজনাটি মঞ্চায়নে পৃষ্ঠপোশকতা ও সহযোগিতা করেছে জার্মান ভাষা ও সংস্কৃতি প্রসার কেন্দ্র ক্রিয়েটিভ কুলটূরা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2