• NEWS PORTAL

  • সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫

‘মেইড ইন জিনজিরা’ দিয়ে সাড়া ফেলেছেন মহুয়া মুনা

প্রকাশিত: ১৭:১২, ৩০ জুন ২০২৫

ফন্ট সাইজ
‘মেইড ইন জিনজিরা’ দিয়ে সাড়া ফেলেছেন মহুয়া মুনা

সঙ্গীতশিল্পী মহুয়া মুনা

‘মেইড ইন জিনজিরা’ গান দিয়ে সাড়া ফেলেছেন সঙ্গীতশিল্পী মহুয়া মুনা। গানটি অন্তর্জালে মুক্তির পর থেকে শ্রোতা ও দর্শক মনে ব্যাপক সাড়া ফেলছে। 

‘আজ কালকের পিরিতি গুলিস্তানের মালের মতো মেড ইন জিনজিরা’ এমন শব্দগুলো সাজিয়ে গানটির কথা লিখেছেন ও সুর করেছেন রনক রায়হান। আর সঙ্গীতায়োজন করেছেন এন ফরহাদ। গানটির র‍্যাপ অংশে কণ্ঠ দিয়েছেন রিজন। 

গানটি নিয়ে মহুয়া মুনা বলেন, ‘যখন কণ্ঠ দিয়েছি তখনই মনে হচ্ছিল গানটি শ্রোতাদের ভালো লাগবে। কারণ গানের কথাগুলো অন্যরম। শ্রোতারা গানটি ভালোভাবে গ্রহণ করেছেন, একজন শিল্পী হিসেবে এটাই আনন্দের।’ 

মেইড ইন জিনজিরা গানের মডেল হয়েছেন সোহেল শুভ ও আরোশী ইসলাম আরু। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন এম এইচ রিজভী। আর প্রজোযনা করেছেন শুব্রতা দেব। 

বিভি/জোহা

মন্তব্য করুন: