• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুলাই আন্দোলন ছিলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা: বাঁধন

প্রকাশিত: ১৯:০০, ১ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
জুলাই আন্দোলন ছিলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা: বাঁধন

ছবি: আজমেরী হক বাঁধন

বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নেমে আলোচনায় এসেছিলেন দেশের জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সে সময়ের স্মৃতিচারণ করলেন তিনি।

সামাজিক মাধ্যমে বাঁধন লিখেছেন, জুলাই আন্দোলন ছিলো আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। এই আন্দোলন আমাকে আশা দিয়েছিলো। দেশের সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সাহস জুগিয়েছিলো। সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তটা কোনো সহজ সিদ্ধান্ত ছিলো না। তবুও আমি সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছিলাম।

তিনি আরও লিখেছেন, আমরা এক হয়েছিলাম এমন একটি রাষ্ট্রের বিরুদ্ধে যে রাষ্ট্র নিজের জনগণের টাকায় কেনা অস্ত্র তাক করেছিলো তার জনগণের দিকে। কোনো কারণ ছাড়া মানুষকে গ্রেফতার করা হচ্ছিলো। নির্দোষ মানুষ প্রাণ হারাচ্ছিলো। রিয়া মণির মতো ছোট ছোট শিশুরা জীবন দিয়েছিলো। কিন্তু তারা বুঝেই উঠতে পারেনি কেন জীবন দিচ্ছে!
 
অভিনেত্রী লিখেছেন, আন্দোলনের সময় আমরা এক হয়েছিলাম আমাদের অধিকার আর দেশকে ভালোবেসে। সেটা ছিলো স্মরণীয় মুহূর্ত। আমরা স্বপ্ন দেখেছিলাম ভালো কিছুর। আমি সেই আশা সব সময় বুকে ধারণ করেই চলবো।
 
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2