• NEWS PORTAL

  • বুধবার, ১৬ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

নেপালের সিনেমা আসছে বাংলাদেশের পর্দায়

প্রকাশিত: ১০:৪৩, ১৫ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
নেপালের সিনেমা আসছে বাংলাদেশের পর্দায়

প্রথমবারের মতো দেশে মুক্তি পেতে যাচ্ছে নেপালের সিনেমা। আগামী ১৮ জুলাই মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে নেপালের ছবি ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’। সাফটা চুক্তির আওতায় ছবিটি ঢাকায় আমদানি করছে শো-মোশন লিমিটেড। 

অন্যদিকে এই সিনেমার বিপরীতে বাংলাদেশ থেকে নেপালে যাচ্ছে তানিম রহমান অংশু পরিচালিত ‘ন ডরাই’। শরিফুল রাজ ও সুনেরাহ বিনতে কামাল অভিনীত ছবিটি প্রযোজনা করেছিল স্টার সিনেপ্লেক্স। ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘ন ডরাই’ ৪৪তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ চলচ্চিত্রসহ ৬টি বিভাগে পুরস্কার পায়। 

দীপেন্দ্র গাউছান পরিচালিত ‘মিসিং: কেটি হারায়েকো সূচনা’ মুক্তির পর নেপালে বেশ আলোচিত এবং প্রশংসিত হয়েছে। এর প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শ্রিষ্টি শ্রেষ্ঠা ও নাজির হুসেন। ২ ঘণ্টা ৪০ মিনিটের এই নেপালি ভাষার সিনেমাটি নির্মিত হয়েছে লোকজ সংস্কৃতি ও ভিন্ন স¤প্রদায়ের প্রেমের গল্প নিয়ে। 

ছবির কাহিনি আবর্তিত হয়েছে দুই চরিত্রকে ঘিরে। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় তাঁদের। এরপর এক ক্যাফেতে তাঁদের প্রথম দেখা হয়। অনিচ্ছাকৃত ঘটনায় সেখান থেকে কফিতে ঘুমের ওষুধ মিশিয়ে মেয়েকে অপহরণ করে ছেলেটি। সেখান থেকেই শুরু হয় অপহরণের ‘ভুল–বোঝাবুঝির’ যাত্রা। মেয়েকে পাহাড়ি অঞ্চল থেকে অপহরণ করে মধেশের সমতলভূমিতে নিয়ে যান ছেলেটি। মেয়েটি প্রথমে ভয় পেলেও ধীরে ধীরে তাদের মধ্যে বন্ধুত্ব জন্ম নেয়। ছেলেটি তাকে নেপালের মধেশের সুন্দর জায়গাগুলো দেখান। মেয়েটি সেখানকার মানুষ আর সংস্কৃতি ভালোবাসতে শুরু করেন। তারা দুজন ভিন্ন সম্প্রদায়ের হলেও ভালোবাসায় বন্ধনে আবদ্ধ হন। সিনেমাটিতে নেপালের তরাই অঞ্চলের পাহাড়ি এলাকা মধেশের প্রকৃতি, সংস্কৃতি ও মানুষের জীবনধারা তুলে ধরা হয়েছে।

ঢাকাসহ অন্যান্য শহরের স্টার সিনেপ্লেক্সের শাখায় সিনেমাটি প্রদর্শিত হবে বলে জানিয়েছেন স্টার সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ ব্যবস্থাপক (বিপণন) মেসবাহ উদ্দিন আহমেদ। ১৭ জুলাই সন্ধ্যায় স্টার সিনেপ্লেক্সের এয়ারপোর্ট সংলগ্ন সেন্টার পয়েন্ট শাখায় ছবিটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। সেখানে নেপালের রাষ্টদূত উপস্থিত থাকবেন। পাশাপাশি সিনেমার পরিচালক, প্রযোজকসহ অন্যান্য কলাকুশলী এবং বাংলাদেশের সিনেমা ‘ন ডরাই’-এর কলাকুশলীরা উপস্থিত থাকবেন।

উল্লেখ্য, ২০২৩ সালে পাঁচ শর্তে দেশের হলে উপমহাদেশে সিনেমা মুক্তির অনুমতি দেয় সরকার। সে বছরই দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় শাহরুখ খানের ‘পাঠান’, এরপর ‘জওয়ান’, ‘ডানকি’, ‘অ্যানিমেল’সহ বেশ ক’টি সিনেমা। সবগুলোই ছিল ভারতীয় সিনেমা। এবার প্রথমবারের মতো দেশের প্রেক্ষাগৃহে আসছে নেপালি সিনেমা। একটা সময় নেপালের সঙ্গে যৌথ প্রযোজনায় বাংলাদেশে সিনেমা তৈরি হয়েছে। তবে সরাসরি সেই দেশের সিনেমা বাংলাদেশে মুক্তি পায়নি। ‘মিসিং’ দিয়েই বাংলাদেশের হলে শুরু হচ্ছে নেপালি সিনেমার যাত্রা।

বিভি/জোহা/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2