• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

জুটি বাঁধলেন রেজা-অর্পা

প্রকাশিত: ১৯:৪৩, ১০ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
জুটি বাঁধলেন রেজা-অর্পা

রেজা সিকদার ও সুমাইয়া অর্পা

নোয়াখালীর নানা ঐতিহ্য নিয়ে নির্মিত হচ্ছে ধারাবাহিক নাটক ‘নোয়াখালী এক্সপ্রেস’। এতে অভিনয় করছেন একঝাঁক তরুণ অভিনয়শিল্পী। ধারাবাহিকটি নির্মাণ করছেন অরণ্য আনোয়ার। আর এতে জুটি হয়ে পর্দায় আসছেন রেজা সিকদার ও সুমাইয়া অর্পা।

এ প্রসঙ্গে অভিনেতা রেজা বলেন, ‘অভিনয়ের প্রতি আমার অন্যরকম ভালোবাসা আছে। ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি অন্যরকম ঝোঁক ছিল। ইচ্ছে ছিল একদিন আমাকেও টেলিভিশনের পর্দায় দেখা যাবে। সেই স্বপ্ন পূরণ হয়েছে অনেক আগেই। এখন নিজেকে একজন দক্ষ অভিনেতা হিসেবে নাট্য জগতে প্রতিষ্ঠিত করতে চাই। 

এ নিয়ে সুমাইয়া অর্পা বলেন, অরণ্য আনোয়ার গুণী একজন নির্মাতা। তার ধারাবাহিকে কাজ করতে পেরে ভীষণ ভালো লাগছে। এতে আমার সহশিল্পী রেজা সিকদার। তিনি ছোট পর্দায় তরুণদের মধ্যে বেশ ভালো করছেন। আশা করছি, নতুন এই ধারাবাহিকটি প্রচারে আসলে সবার পছন্দ হবে।

রেজা সিকদার ইতোমধ্যে বেশকিছু অভিনয় করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য নাটক হচ্ছে ‘ইচ্ছেঘুড়ি’, ‘ছবির প্রতিচ্ছবি’, ‘গোল্ড ফিশ’ নামের নাটকগুলো। রেজার অভিষেক হয়েছে বড় পর্দাতেও। আলী জুলফিকার জাহেদী পরিচালিত ‘কাগজ’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান তিনি। অভিনয়ের পাশাপাশি রেজা সিকদার নিয়মিত টেলিভিশনে সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করছেন।

জানা গেছে, সব ঠিক থাকলে অক্টোবর থেকে ধাবাবাহিকটির প্রচার শুরু হবে।

বিভি/জোহা

মন্তব্য করুন: