দর্শক নন্দিত হলো এক্টোম্যানিয়া’র ‘দ্য ম্যান আউটসাইড’
 
								
													ঢাকার মঞ্চ বেশ কিছুদিন স্থবির থাকলেও আবারও খানিকটা জেগে উঠেছে। যে দল গুলোর নাটক দর্শকদের হলমুখী করছে তাদের মধ্যে অন্যতম এক্টোম্যানিয়া। গত ৯ ও ১০ আগষ্ট বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে পরপর দুদিন দলটি মঞ্চায়ন করলো তাদের দর্শক নন্দিত নাটক ‘দ্য ম্যান আউটসাইড’।
জার্মান লেখক উলফগ্যাং বোরচার্টের লেখা ‘দ্য ম্যান আউটসাইড’ বাংলায় অনুবাদ করেছেন মামুন হক, আর নাটকটি নির্দেশনা দিয়েছেন তালহা জুবায়ের।
দ্য ম্যান আউটসাইড নাটকটি বেকমান নামের এক যুদ্ধফেরত সৈনিকের নিদারুণ হতাশার গল্প। যুদ্ধ শেষে সে মাতৃভূমিতে ফিরে আবিষ্কার করে, সেই চিরচেনা ভূমি আর মানুষজন সবই যেন তার অচেনা, যা তার মধ্যে ক্ষোভ ও হতাশা তৈরি করে। কেন প্রিয় শহর, প্রিয় মানুষের প্রতি তার এত ক্ষোভ? সে প্রশ্নই খোঁজা হয়েছে নাটকজুড়ে।
নির্দেশক তালহা বলেন, ‘ঢাকার মঞ্চে দল হিসেবে এক্টোম্যানিয়া তরুন হলেও আমাদের কাজ যেভাবে দর্শক-সমালোচক গ্রহন করছেন, শহরের নানান প্রতিকুলতার পরেও সন্ধ্যায় নাটক দেখতে আসছেন, হল পূর্ন করছেন এতে করে আমরা প্রানীত হই। দ্য ম্যান আউটসাইড একটি যুদ্ধবিরোধী নাটক। পৃথিবীর যেকোনো যুদ্ধ আমাদের জন্য কাম্য নয়। আমরা যুদ্ধবিরতির বার্তা দিতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে।
তালহা আরও বলেন, ‘দ্য ম্যান আউটসাইড এমন গল্প, যা লেখার ৭৪ বছর পেরিয়ে এখনো সমকালীন। আমাদের ব্যক্তিজীবনে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক প্রভাব এতটাই বেশি যে মানুষের মৃত্যু আর আমাদের বিশেষ ভাবায় না। গুম, হত্যা, ধর্ষণ, অপহরণ, বিচারবহির্ভূত হত্যা—কোনো কিছুই আমাদের ছুঁয়ে যায় না। আমরা কেমন ভোঁতা হয়ে গেছি। সেই উপলব্ধি থেকে কিছু কথা বলতে চেয়েছি এ নাটকের মধ্য দিয়ে।
এতে অভিনয় করছেন সায়েম সিজান, নওরীন সাজ্জাদ, ফকির বিপ্লব, কামরুজ্জামান তাপু, সাগর বড়ুয়া, অর্ঘমিত্র তরফদার, মার্শিয়া শাওন, প্রথমা রহমান, মার্টিন সাহা, মারজুক হাসান, পারিশা মেহজাবিন,রাসেল মাহমুদ,নাবাত চৌধুরী,সানবি মীর চৌধুরী প্রমুখ।
বিভি/জোহা
 
						





 
							
							 
						 
 
										 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							 
							
 
											 
											 
											 
											
মন্তব্য করুন: