ব্যস্ত সময় পার করছেন ডিজে মিরা

ডিজে মিরা
তিন দশক ধরে সংগীতের ভুবনে প্রবেশ করেছে নতুন এক ধারা। আর যার নাম হলো ডিজে। বিয়ে থেকে সাকরাইন কিংবা পিকনিক- সব উৎসবেই এর চাহিদা আজকাল তুঙ্গে। ডিজে শুরুতে ধনাঢ্য শ্রেণির বিনোদনের খোরাক হলেও এখন প্রায় সর্বজনীন। আর এটিকে পেশা হিসেবে নিয়েছেন অনেকেই। তাদেরই একজন হলেন ডিজে মিরা।
প্রায় ছয় বছর ধরে ডিজে প্রফেশনে রয়েছেন মিরা আচার্য। পুরান ঢাকার মেয়ে হলেও মিরার শৈশব কেটেছে পশ্চিমবঙ্গের কলকাতায়। সেখানেই নিয়েছে ডিজে হয়ে উঠার প্রশিক্ষণ। সেখান থেকে দেশে ফিরে নিয়মিত করছেন ডিজে শো।
এ নিয়ে ডিজে মিরা বলেন, আমি ছোটবেলায় গান শিখেছি। গানের প্রতি ভালোবাসা থেকেই মূলত ডিজে প্রফেশনে আসা। এটি একটি সম্ভাবনাময় পেশা। এখানে ভালো কিছু করার সুযোগ আছে। আমি এই পেশাটাকে বেশ উপভোগ করি। আর বর্তমানে বিভিন্ন উৎসবে ডিজে শো নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছি।
ডিস্ক জকিং, সংক্ষেপে ডিজেয়িং- আশির দশকের শেষ দিকে বাংলাদেশে সংগীতের নতুন এই ধারার আবির্ভাব ঘটে। তখন ক্যাসেট দিয়েও ডিজেয়িং করা হতো। বর্তমানে প্রযুক্তির অগ্রগতির ফলে ডিজেয়িং-এ এসেছে নতুন নতুন সংস্করণ। যা তরুণ মাঝে হয়ে উঠেছে ব্যাপক জনপ্রিয়।
বিভি/জোহা
মন্তব্য করুন: