শাহরুখ-দীপিকার বিরুদ্ধে প্রতারণা মামলা

আইনি জটিলতায় পড়লেন বলিউড বাদশা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। দুই তারকার বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা করা হয়েছে ভারতের রাজস্থানে ভরতপুর। মামলায় একটি গাড়ি প্রস্তুতকারী সংস্থার ছয় কর্মকর্তার নামও রয়েছে।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ভরতপুরের কীর্তি সিং নামে এক বাসিন্দা দায়ের করেছেন মামলাটি। জানা গেছে, ২০২২ সালে একটি গাড়ি কেনেন তিনি। এর জন্য অগ্রীম ৫১ হাজার টাকা দিয়েছিলেন, বাকিটা ঋণ।
এ ঘটনায় আইনজীবীর অভিযোগ, গাড়িটি কেনার পর থেকেই বিভিন্ন ধরনের যান্ত্রিক জটিলতা দেখা দিচ্ছে। কিছুদিনের মধ্যেই অ্যাকসেলেটরে বড় সমস্যা দেখা দেয়। তার অভিযোগ, গাড়ি থেকে যেকোনো মুহূর্তে বড় ধরনের বিপদ ঘটতে পারতো। গাড়ি প্রস্তুতকারী সংস্থার কাছেও জানানো হয় বিষয়টি। কিন্তু এতে কোনো ফল হয়নি বলেই এই অভিযোগ।
একপর্যায়ে ভুক্তভোগী অনেকটা বাধ্য হয়েই গাড়ি প্রস্তুতকারী সংস্থার ৬ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেন। সঙ্গে বলিউড তারকা শাহরুখ খান ও অভিনেত্রী দীপিকার নাম জুড়ে দেন। এখন প্রশ্ন হচ্ছে―মামলায় দুই তারকার নাম জড়ালো কীভাবে?
গাড়ি প্রস্তুতকারী প্রতিষ্ঠানটির ব্র্যান্ড অ্যাম্বসেডর ছিলেন শাহরুখ খান ও দীপিকা। তারা প্রচার করেছিলেন গাড়িটির। এ জন্য মামলায় নাম জড়িয়েছে তাদের। আর অভিযোগ দায়েরের পরই মথুরাগেট থানার পুলিশ তদন্ত শুরু করেছে। তথ্য সংগ্রহ করা হচ্ছে। তবে এ ব্যাপারে এখনো কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি দুই তারকার পক্ষ থেকে।
বিভি/টিটি
মন্তব্য করুন: