• NEWS PORTAL

  • বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

ইমতু ও জেবা’র ‘লাল মিয়া’

প্রকাশিত: ১৮:২৪, ২ সেপ্টেম্বর ২০২৫

আপডেট: ১৮:২৫, ২ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
ইমতু ও জেবা’র ‘লাল মিয়া’

সম্প্রতি পুবাইলে নির্মিত হয়েছে ‘লাল মিয়া’ শিরোনামের একটি মিউজিক ভিডিও। গানটিতে কণ্ঠ দিয়েছেন জনপ্রিয় শিল্পী খাইরুল ওয়াসি ও তসিবা বেগম। এর কথা, সুর ও সংগীত আয়োজন করেছেন খাইরুল ওয়াসি নিজেই।

মিউজিক ভিডিওটিতে মডেল হিসেবে অভিনয় করেছেন ইমতু রাতিশ ও জেবা জান্নাত। কোরিওগ্রাফিতে ছিলেন মাইকেল বাবু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন এ প্রজন্মের তরুণ নির্মাতা বাপ্পি খান।

অভিনয়শিল্পী ইমতু রাতিশ বলেন, গানের কথা গুলো ভালো লাগছে কন্ঠশিল্পী খাইরুল ওয়াসি ও তসিবার দারুণ গানটি। আমার বিপরীতে মডেল হিসাবে কাজ করছেন এ সময়ে ব্যস্ততম মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত। 

মডেল ও অভিনেত্রী জেবা জান্নাত  বলেন, ‘লাল মিয়া’ শিরোনামে গানটি অসাধারণ রোমান্টিক নাচের গান। আমি আর ইমতু রাতিশ ভাই এক সঙ্গে কাজ করলাম।ভালো কিছু হয়েছে  আশা রাখছি, সবার গান-ভিডিও ভালো লাগবে।

নির্মাতা বাপ্পি খান বলেন,অনেক দিন পর মিউজিক ভিডিও নির্মাণ করলাম। , 'লাল মিয়া' গানটি অসাধারণ। মিউজিক ভিডিওতে ইমতু রাশিত ও জেবা জান্নাতের রসায়নটা দারুণ ছিলো। এ সময়ের দর্শকদের কথা মাথায় রেখেই গানটি নির্মান কাজ করেছি। আশা করছি শ্রোতা-দর্শকদের ভালো লাগবে।

খুব শিগগিরই গানটি একটি জনপ্রিয় প্ল্যাটফর্মে প্রকাশিত হবে বলে নির্মাতা জানিয়েছেন।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2