• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫

বিশ্ব শান্তি দিবসে গুনীজন সম্মাননা প্রদান

প্রকাশিত: ১৬:৪৭, ২৪ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ব শান্তি দিবসে গুনীজন সম্মাননা প্রদান

বীর ঈশাখাঁ স্মৃতি সাহিত্য পরিষদ উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে প্রদান করা হয় গুণীজন সম্মাননা। সম্প্রতি বাংলাদেশ চলচ্চিত্র উন্নায়ন কর্পোরেশনে অনুষ্ঠিত হয় এই আয়োজন। 

বিএফডিসির জহির রায়হান কালার ল্যাবের ভিআইপি প্রজেকশন হলে আয়োজিত এই অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন ফিল্ম ক্লাব প্রেসিডেন্ট লায়ন এম নজরুল ইসলাম চৌধুরী। বিশেষ আকর্ষণ ছিলেন অভিনেতা ডি এ তায়েব। 

অনুষ্ঠানে কবি লেখক সাংবাদিক, সুরকার, গীতিকার সঙ্গীত শিল্পী অভিনয় শিল্পী পুলিশ নৃত্য শিল্পী ইত্যাদি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বিশ্ব শান্তি দিসব উপলক্ষে দেশের বিভিন্ন ক্ষেত্রে কাজ করা, সমাজে অবদান রাখা মানুষদের সম্মানিত করা হয়েছে। যা ভবিষ্যতে তাদের কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। 

এই আয়োজনে আরও উপস্থিত ছিলেন সঙ্গীতশিল্পী মুজিব পরদেশী ও জনপ্রিয় সঙ্গীত শিল্পী  রবি চৌধুরী, চলচ্চিত্র সাংবাদিক সমিতির সভাপতি কামরুল হাসান দর্পণ, আরও উপস্থিত ছিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত নৃত্য পরিচালক ইভান শাহরিয়ার সোহাগ । 

অনুষ্ঠান টির ব্যবস্থাপনা পরিচালক ছিলেন বীর ঈশাখাঁ স্মৃতি সাহিত্য পরিষদ এর প্রতিষ্ঠাতা  পরিচালক, নাট্য নির্মাতা ও গীতিকার রাজ কামাল। 

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2