• NEWS PORTAL

  • সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫

‘দাড়িতে পাক ধরেছে’, ৪৩তম জন্মদিনে জানালেন রণবীর কাপুর

প্রকাশিত: ১৬:২৩, ২৮ সেপ্টেম্বর ২০২৫

ফন্ট সাইজ
‘দাড়িতে পাক ধরেছে’, ৪৩তম জন্মদিনে জানালেন রণবীর কাপুর

কাপুর পরিবারের তৃতীয় প্রজন্মের অন্যতম বলিষ্ঠ অভিনেতা রণবীর। রবিবার ৪৩-এ পা দিলেন তিনি। যখন তার বলিউডে আত্মপ্রকাশ হয়, সেই সময় থেকেই নারী হৃদয়ে হিল্লোল তুলেছিলেন রণবীর। এই সময়ে দাঁড়িয়েও রণবীরের আবেদন কমেনি। তবে বয়সটাও বাড়ছে। অভিনেতা নিজেই স্বীকার করেছেন, তার দাড়িতে পাক ধরেছে। সাদা দাড়ির সংখ্যা বাড়ছে ক্রমাগত। 

একটা সময় রণবীরের প্রেম নিয়ে বিস্তর চর্চা হতো। একের পর এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন। যদিও সে সব এখন অতীত। আপাতত থিতু হয়েছেন। অভিনেত্রী আলিয়া ভাটকে বিয়ে করেছেন রণবীর। একটি কন্যাসন্তান রয়েছে তাদের। বলা ভালো, তিনি এখন ঘোরতর সংসারী।

জন্মদিনে বিশাল কোনও আয়োজন, বড় কোনও পার্টিতে বিশ্বাসী নন তিনি। স্ত্রী ও কন্যা রাহাকে নিয়ে একান্তে ছুটি কাটাচ্ছেন অভিনেতা। যদিও জন্মদিনে দর্শন দেবেন না, তাই আবার হয় নাকি! বেড়াতে গিয়েছেন তিনি। সেখান থেকে একটি ভিডিও দেন অনুরাগীদের উদ্দেশে। ক্যামেরার নেপথ্যে স্ত্রী আলিয়া।

সেখানে রণবীর বলেন, ‘আমার পাকা দাড়ির সংখ্যা বেড়েই চলেছে। যদিও তাতে দুঃখ নেই। আমি কেবল আমার কৃতজ্ঞতা জানাতে পারি আমার দর্শকদের। সকাল থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে আমি আপ্লুত।’

সেই সময় ভিডিওর নেপথ্যে ভেসে আসছিল এক খুদের গলা। অনুরাগীদের ধারণা, বাবা-মাকে ব্যস্ত দেখে হয়তো খানিক বিরক্ত হয়ে চিৎকার শুরু করেছে ছোট্ট রাহা।

বিভি/জোহা

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2