• NEWS PORTAL

  • শনিবার, ১১ অক্টোবর ২০২৫

শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমার পরিচালক এবার শুরু করলেন অভিনয়

প্রকাশিত: ১৬:৪১, ১০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
শাবনূরের ‘রঙ্গনা’ সিনেমার পরিচালক এবার শুরু করলেন অভিনয়

২০২৩ সালের শেষ দিকে অস্ট্রেলিয়া দেশে ফিরে একের পর এক ছবিতে অভিনয়ের ঘোষণা দেন শাবনূর। ঢাকার একটি অভিজাত ক্লাবে ‘রঙ্গনা’ সিনেমার মহরত শেষে শুটিংও শুরু হয়। আর ‘রঙ্গনা’ সিনেমাটি পরিচালনার দায়িত্ব পেয়েছিলেন নির্মাতা আরাফাত হোসাইন। বেশকিছু কারণে বর্তমানে বন্ধ রয়েছে সিনেমার কার্যক্রম। এদিকে পরিচালনার পাশাপাশি অভিনয়ে মন দিয়েছেন আরাফাত হোসাইন।

জানা যায়,  ‘তবুও তুমি সীমান্তে’ নামে একটি নাটকে অভিনয় করছেন আরাফাত হোসাইন। নাটকটির গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন সাকিব মির্জা। আর নায়িকা হিসেবে দেখা যাবে মায়া রহমানকে। 

পরিচালনা থেকে অভিনয়ে আসার প্রসঙ্গে আরাফাত হোসাইন বলেন, নাটক বা সিনেমা পরিচালনা আমার পেশা। আর অভিনয়টা বলতে পারেন নেশা। এই মুহুর্তে সিনেমার কাজটি বন্ধু আছে, তাই ভাবলাম একটু অভিনয় করে দেখি কেমন। ‘তবুও তুমি সীমান্তে’ নাটকটির শুটিং শেষ করেছি, শীঘ্রই প্রচারে আসবে নাটকটি। আশাকরি দর্শক ভালো ভাবে নিবেন। 

এ নাটকে আরও অভিনয় করেন মুকুল সিরাজ, হারুনুর রশিদ বান্টি,নেয়ামত,তাজবীর,তুশি,অনুভবসহ  অনেকে।
 

বিভি/জোহা

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2