• NEWS PORTAL

  • শনিবার, ১৮ অক্টোবর ২০২৫

তিন খান’কে একত্র করলেন মিস্টার বিস্ট

প্রকাশিত: ২২:২৯, ১৭ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
তিন খান’কে একত্র করলেন মিস্টার বিস্ট

জনপ্রিয় ইউটিউবার মিস্টার বিস্ট বরাবরই দশর্কের আগ্রহের জায়গা। নিত্যনতুন ভিডিও দিয়ে মন জয় করেছে কোটি ভক্তের। এবার সেই মিস্টার বিস্ট (জিমি ডোনাল্ডসন) এক সঙ্গে করলে বলিউডের তিন খান’কে। ছবি দেখে বুঝতেই পারছেন এরা কারা। হ্যাঁ। শাহরুখ খান, সালমান খান ও আমির খান।  

তথ্যসূত্রে জানা যায়, ছবিটি সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত জয় ফোরাম ২০২৫-এ তোলা হয়েছে। মিস্টার বিস্ট গত ১৬ অক্টোবর নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ছবিটি শেয়ার করেন। ফ্রেমে দেখা যায়, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ইউটিউবারের পাশে দাঁড়িয়ে আছেন ভারতের তিন কিংবদন্তি তারকা-শাহরুখ খান, সালমান খান ও আমির খান।

এদিকে, এই তিন খানকে একসঙ্গে দেখা কিছুটা দুষ্প্রাপ্যই ছিলো। তবে, তা-ই করে দেখিয়েছেন মিস্টার বিস্ট। উল্লেখ্য যে, এই তিন সুপারস্টারকে একসঙ্গে দেখা গিয়েছিল ‘সিতারে জমিন পার’ ছবির বিশেষ প্রদর্শনীতে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2