• NEWS PORTAL

  • সোমবার, ২০ অক্টোবর ২০২৫

মারা গেলেন অভিনেত্রী সামান্থা, বিনোদন জগতে শোকের ছায়া

প্রকাশিত: ১২:৩৪, ২০ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মারা গেলেন অভিনেত্রী সামান্থা, বিনোদন জগতে শোকের ছায়া

এক সময় ছিলেন হার্টথ্রুব নায়িকা। কিন্তু প্রকৃতির নিয়ম মেনে পাড়ি জমালেন পরপারে। দীর্ঘদিন ধরে নানা শারীরিক জটিলতায় ভুগে অবশেষে মারা গেলেন জনপ্রিয় মার্কিন অভিনেত্রী সামান্থা এগার। তার মৃত্যুতে বিনোদন জগতে চলছে শোকের ছায়া।

গত ১৫ অক্টোবর তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। খবরটি নিশ্চিত করেছেন তার মেয়ে অভিনেত্রী জেনা স্টার্ন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর। 
 
মায়ের মৃত্যুর খবর জানিয়ে সোশ্যাল মিডিয়ায় এক পোস্টে জেনা বলেন, আমার মা মারা গেছেন। শেষ মুহূর্তে তার পরিবারের সদস্যরা তার পাশে ছিলেন। আমিও পাশে ছিলাম। তার হাত ধরে আমি বলেছিলাম তাকে কতটা ভালোবাসি।এটা সৌভাগ্যের বিষয় ছিল। 
 
১৯৩৯ সালে ৫ মার্চ লন্ডনে জন্মগ্রহণ করেন সামান্থা। সামান্থা এগার তার কর্মজীবন শুরু করেন শেক্সপিয়ারী থিয়েটারে। অভিনেত্রীর মৃত্যুর খবর প্রকাশ্যে আসতেই শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে। 

উইলিয়াম ওয়াইলার পরিচালিত থ্রিলার সিনেমা ‘দ্য কালেক্টর’ (১৯৬৫) অভিনয়ের জন্য তারকা খ্যাতি অর্জন করেন। এই সিনেমার জন্য গোল্ডেন গ্লোব পুরস্কার, কান চলচ্চিত্র উৎসব পুরস্কার এবং সেরা অভিনেত্রীর জন্য একাডেমি পুরস্কারের মনোনয়ন এনে দেয়।  
তার উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে, ‘দ্য ওয়াকিং স্টিক’, ‘গেস হু'স কামিং টু ডিনার’, ‘গুডবাই মিস্টার’, ‘চিপস দ্য ডেড আর অ্যালাইভ’। অভিনেত্রীকে সবশেষ দেখা যায় ২০০৯ সালে টেলিভিশন ধারাবাহিক ‘মেন্টাল সিজন ১’ এর জ্যাক এবং বেকি গ্যালাঘারের মা চরিত্রে অভিনয় করেছিলেন। 

১৯৬৪ সালে সামান্থা এগার অভিনেতা টম স্টার্নকে বিয়ে করেন এবং এই দম্পতির দুটি সন্তান রয়েছে। চলচ্চিত্র প্রযোজক নিকোলাস স্টার্ন এবং অভিনেত্রী জেনা স্টার্ন তার সেই দুই সন্তান। সূত্র: ভ্যারাইটি

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2