ভারতীয় টিভি সিরিয়ালে অংশ নেবেন বিল গেটস
ছবি: সংগৃহীত
ভারতীয় জনপ্রিয় টিভি সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বাহু থি ২’-এ বিশেষ অতিথি চরিত্রে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা ও পৃথিবীর অন্যতম ধনকুবের বিল গেটস।
সিরিয়ালটির ২০ সেকেন্ডের প্রোমোতে দেখা যায়, তুলসী বিরানি চরিত্রে অভিনয় করা স্মৃতি ইরানি বিল গেটসের সঙ্গে একটি ভিডিও কলে কথা বলছেন।
প্রোমোটি শুরু হয় তুলসির ‘জয় শ্রী কৃষ্ণ’ সম্বধোন দিয়ে। বিল গেটস উষ্ণ জবাব দেন, ‘নমস্তে তুলসী জি, জয় শ্রী কৃষ্ণ’।
তুলসী আরো বলেন, ‘আমেরিকা থেকে আপনি সরাসরি আমার পরিবারের সাথে যোগাযোগ করছেন এটা সত্যিই ভালো লাগছে। আমরা আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি।’ গেটস বলেন ‘ধন্যবাদ, তুলসী জি।’
এর আগে জনপ্রিয় আমেরিকান শো ‘দ্য বিগ ব্যাং থিওরি’ তে বিল গেটসকে দেখা গিয়েছিলো। তবে ‘কিউকি সাস ভি কাভি বহু থি ২’-তে তার উপস্থিতি ভার্চুয়াল হবে।
জানা যায়, বিল গেটসের উপস্থিতির মূল উদ্দেশ্য হলো তিনি মাতৃত্ব এবং নবজাতকের স্বাস্থ্যের মতো বিষয়গুলো নিয়ে শিক্ষামূলক বার্তা দেবেন। পাশাপাশি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের মানবিক কার্যক্রম নিয়ে কথা বলবেন।
বিল গেটসের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করে ভারতীয় সংবাদমাধ্যমে স্মৃতি ইরানি বলেন, ভারতীয় বিনোদনের ক্ষেত্রে এটি একটি ঐতিহাসিক মুহূর্ত। অনেক দিন ধরেই নারী ও শিশুদের স্বাস্থ্য সংক্রান্ত আলোচনা মূল সংলাপের বাইরে ছিলো। এই উদ্যোগ সেই পরিবর্তনের জন্য শক্তিশালী পদক্ষেপ।
তিনি আরও যোগ করেন, বিশ্বের অন্যতম শ্রদ্ধেয় ব্যক্তিত্বকে ভারতীয় টেলিভিশনের গল্পের সঙ্গে একত্র করা শুধু যুগান্তকারী পদক্ষেপ নয়- এটি একটি আন্দোলনের সূচনা; যা সচেতনতা, সহমর্মিতা বাড়াবে।
একতা কাপুরের বালাজি টেলিফিল্মস প্রযোজিত জনপ্রিয় সিরিয়াল ‘কিউকি সাস ভি কাভি বহু থি’ ২০০০ সালে প্রচার শুরু হয়। ২০০৮ সাল পর্যন্ত এটি ভারতের সবচেয়ে দীর্ঘস্থায়ী টেলিভিশন অনুষ্ঠান হয়ে ওঠে। সিরিয়ালটির বন্ধের ১৭ বছর পর, এই বছর আবার ফিরে আসে।
অনুষ্ঠানটির সর্বশেষ পর্বটি বৃহস্পতিবার রাত ১০:৩০ মিনিটে স্টার প্লাসে সম্প্রচারিত হওয়ার কথা রয়েছে এবং এটি জিও হটস্টারেও স্ট্রিমিং হবে।
বিভি/এআই




মন্তব্য করুন: