মারা গেছেন জেনস সুমন, দেশের সংগীতাঙ্গনে শোকের ছায়া
‘একটা চাদর হবে’ খ্যাত সঙ্গীতশিল্পী জেসন সুমন মারা গেছেন। তার এই মৃত্যুর খবরে দেশের সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার (২৮ নভেম্বর) বিকেল ৪টায় শহীদ সোহ্রাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন এই গুণী সংগীতশিল্পী।
তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেছেন শিল্পী শাহাদাত হোসেন নাদিম। তিনি জানান, ‘সুমন ভাই পুরোপুরি সুস্থ ছিলেন। এরপর আজ সকালে তিনি বুকে ব্যথা অনুভব করেন। এরপর তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাকে উত্তরায় দাফনের কথা রয়েছে।’
জেনস সুমন দেশের শ্রোতাপ্রিয় গায়ক হিসেবে পরিচিত। বিশেষ করে তার গান ‘একটা চাদর হবে’ তাকে দেশের ঘরে ঘরে পরিচিতি এনে দেয়। ১৯৯৭ সালে তার প্রথম একক অ্যালবাম ‘আশীর্বাদ’ প্রকাশের মাধ্যমে সংগীত জীবন শুরু করেন তিনি। এরপর একের পর এক হিট অ্যালবাম উপহার দেন— ‘আকাশ কেঁদেছে’, ‘অতিথি’, ‘আশাবাদী’, ‘একটা চাদর হবে’, ‘আয় তোরা আয়’, ‘চেরী’সহ আরও অনেক গান তার গুণী সংগীত জীবনের অংশ।
তার সর্বশেষ অ্যালবাম ‘মন চলো রূপের নগরে’ প্রকাশিত হয় ২০০৮ সালে। এরপর কিছুটা অনিয়মিত হয়ে পড়লেও তার সুরেলা কণ্ঠ এখনো শ্রোতাদের মনে অটুট জায়গা ধরে রেখেছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: