• NEWS PORTAL

  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

বিরল হীরা দিয়ে তৈরি সামান্থার বিয়ের আংটি, দাম শুনলে চমকে যাবেন!

প্রকাশিত: ১৬:২১, ২ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বিরল হীরা দিয়ে তৈরি সামান্থার বিয়ের আংটি, দাম শুনলে চমকে যাবেন!

ডিসেম্বরের শুরুতেই বিয়ের সংবাদ দিয়েছেন দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়িকা সামান্থা রুথ। জনপ্রিয় সিরিজ ‘ফ্যামিলি ম্যান’ খ্যাত রাজ নিদিমরুকে বিয়ে করে চমকে দিয়েছেন সামান্থা। তবে একেবারে ঘরোয়া আয়োজন ছিল। লাল কাতান শাড়ি, চোখ ধাঁধানো নেকলেস, হালকা মেকআপ। সব মিলিয়ে সামান্থা যথেষ্ট নজর কাড়লেও, ইন্টারনেটজুড়ে এখন চর্চা তার বিয়ের আংটি নিয়ে।

তার হাতের অনামিকায় থাকা এই হীরার আংটি তৈরি করেছেন গ্রীসের এথেন্সের কারিগর থিওডোরস সাভোপৌলোস। যাকে নিয়ে বিশেষ তথ্য পাওয়া যায় না বললেই চলে। সামান্য কয়েক বছরে অল্প কয়েকটি এক্সক্লুসিভ গয়না তৈরি করেছেন, কিন্তু তাতেই তাক লাগিয়ে দিয়েছেন। তার ইনস্টাগ্রাম দেখলে বোঝা যাবে,'সবচেয়ে বিচক্ষণ সংগ্রাহক এবং রসিকদের জন্য' গয়না তৈরি করেন শিল্পী। কাজ নিখুঁত, আধুনিক এবং স্টোন কেন্দ্রিক। থাকে ঐতিহ্যের ছোঁয়াও।

সামান্থার আংটির কাট খুবই স্পেশাল, ‘পোর্ট্রেট কাট ডায়মন্ড’। এই কাটের শিকড় ভারতেই, জড়িত প্রাচীন ইতিহাসের সঙ্গে। মুঘল সম্রাট শাহজাহানের সময় এই কাট জনপ্রিয় হয়। স্বচ্ছ, পাতলা হিরেকে ছোট কোনও ছবির উপরে বসানো হত, যাতে সেই ছবি সংরক্ষিত থাকে বহুদিন পর্যন্ত এবং ছবির আভা বাড়ে। আর সেই পোর্ট্রেট থেকেই এই কাটের নাম হয় ‘পোর্ট্রেট কাট’।

ফেব্রুয়ারিতেই সামান্থার হাতে ধরা পড়েছিল আংটিটি। ভারতের প্রথম সেলিব্রিটি জুয়েলরি এক্সপার্ট প্রিয়ংশু গোয়েল জানান, তিনি ভেবেছিলেন এটি ‘লজেন্স কাট’ ডায়মন্ড। পরে বুঝতে পারেন, এটি আরও বিরল, কারণ এর মাঝখান সমতল ও স্বচ্ছ। তিনি বলেন, ‘এমন কাটের হীরা খুঁজে পাওয়া কঠিন এবং তৈরি করাও অত্যন্ত জটিল। সামান্থার আংটিতে রয়েছে মাঝখানে ২ ক্যারেটের হিরে, চারপাশে আটটি কাস্টম ‘পোর্ট্রেট কাট’ ডায়মন্ড পাপড়ি।’

কত দাম হতে পারে এই আংটির। ওই সেলেব জুয়েলারি এক্সপার্টই বলছেন, দাম একদম ঠিক নিশ্চিতভাবে বলা কঠিন তবে অন্তত দেড় কোটি কোটি টাকা হতে পারে!

লজেন্স কাট ডায়মন্ডের বৈশিষ্ট্য, লম্বাটে রম্বস আকৃতির, ধাপে ধাপে কাটা ফেসেট, আর্ট ডেকো যুগে (১৯২০–৩০) ব্যাপক জনপ্রিয়তা, আর তুলনায় কম স্পার্কল কিন্তু হালকা শাইন করে।

সব মিলিয়ে, সামান্থার আংটির সৌন্দর্য তার বিয়ের সাজকে যেমন সম্পূর্ণ করেছে, তেমনই হিরের এই অনন্য কারুকার্য খুঁজে নিয়েছে নিজের আলাদা জায়গা।

আংটি ছাড়াও বিয়েতে সামান্থার সাজ ছিল একেবারেই সাদামাটা কিন্তু ট্র্যাডিশনাল। পিওর স্যাটিন কাতান সিল্কের বানারসি শাড়ি, যা বুনতে একজন কারিগরের সময় লেগেছে দুই থেকে তিন সপ্তাহ। তার গায়ে পাউডার-জরি বুটি, নেশি-কাটা বর্ডার, সোনালি বেইজ জারদোজি, সব মিলিয়ে শাড়িটা কমন দেখতে হলেও অন্যদের চেয়ে আলাদা। ডিজাইনার পল্লবী সিংহ বানিয়েছেন, সেলভি স্টাইলিং করেছেন। সূত্র: দ্য ওয়াল

বিভি/এজেড

মন্তব্য করুন: