• NEWS PORTAL

  • শুক্রবার, ০৫ ডিসেম্বর ২০২৫

বচ্চন পরিবারকে বয়কটের ডাক, নেপথ্যে কী?

প্রকাশিত: ১৩:৪৩, ৫ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
বচ্চন পরিবারকে বয়কটের ডাক, নেপথ্যে কী?

মুম্বাইয়ের শোবিজ মহলে তুমুল বিতর্কের সৃষ্টি করেছে বলিউড অভিনেত্রী ও প্রবীণ রাজনীতিক জয়া বচ্চনের সাংবাদিকদের বিষয়ে বিরূপ মন্তব্য। এক অনুষ্ঠানে পাপারাজ্জি ও সাংবাদিকদের ‘নোংরা জামাকাপড়’, ‘হাতে চারটে মোবাইল’সহ তাদের শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় ক্ষুব্ধ হয়ে শহরের প্রথম সারির পাপারাজ্জিরা বচ্চন পরিবারকে বয়কটের ঘোষণা দিয়েছেন। খবর হিন্দুস্তান টাইমসের।

‘উই দ্য ওম্যান’ শীর্ষক অনুষ্ঠানে জয়া বচ্চন বলেন, নোংরা জামাকাপড় পরে চলে আসে, হাতে চারটে মোবাইল, ক্যামেরা। এরা কারা? এদের কি কোনো শিক্ষাগত যোগ্যতা রয়েছে?

তিনি আরও যোগ করেন, হাতে ক্যামেরা থাকলেই সাংবাদিক হওয়া যায় না; এর জন্য পড়াশোনা জরুরি।

তার এই মন্তব্যকে অপমানজনক দাবি করে পাপারাজ্জিরা জানান, তারকারা যখন জনসমক্ষে আসেন-বিশেষ করে অমিতাভ বচ্চন রোববার জলসার সামনে অনুরাগীদের সঙ্গে দেখা করলে-মূলধারার সংবাদমাধ্যম না এলেও তারা নিয়মিত সেখানে উপস্থিত থাকেন। তাই তাদের অবমূল্যায়ন করা অন্যায়।

তাদের অভিযোগ, জয়া বচ্চন যাদের ‘প্যাপস’ বলে সমালোচনা করেছেন, সেই পরিসরে ইউটিউবার, ভ্লগার এবং সাধারণ অনুরাগীরাও পড়ে। পাপারাজ্জিদের মতে, কাউকে এভাবে ‘খারাপ ভাষায়’ আক্রমণ করা সম্মানজনক আচরণ নয়। তাই আত্মসম্মান রক্ষার্থে তারা বচ্চন পরিবারকে কাভার না করার আহ্বান জানিয়েছেন সহকর্মীদের কাছে।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2