‘বিগ বস’ শিরোপা জিতলেন গৌরব, পাচ্ছেন কত টাকা?
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’ সিজন ১৯-এর শিরোপা জিতলেন গৌরব খান্না। বলিউড সুপারস্টার সালমান খান এ শোকে উজ্জীবিত করে রাখেন। সালমান খান নিজেই গৌরব খান্নার নাম বিজয়ী হিসেবে ঘোষণা করেন। ফারহানা ভাট হন প্রথম রানারআপ। কয়েক ঘণ্টা পরই গৌরব তার ভক্ত ও সমর্থকদের ধন্যবাদ জানিয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন।
দীর্ঘ কয়েক সপ্তাহের প্রতিযোগিতা ও নানা নাটকীয়তা শেষে গ্র্যান্ড ফিনালেতে বিজয়ীর ট্রফি নিজের করে নেন তিনি; পুরস্কার হিসেবে ট্রফির পাশাপাশি ৫০ লাখ রুপি জিতেছেন এই অভিনেতা।
রবিবার (৭ ডিসেম্বর) রাতে জমকালো আয়োজনের মধ্য দিয়ে পর্দা নামলো বিগ বসের এবারের আসরের।
চূড়ান্ত পর্বে পাঁচজন প্রতিযোগীর মধ্যে লড়াই হয়। তারা হলেন- আমাল মালিক, তানিয়া মিত্তাল, গৌরব খান্না, প্রণীত মোরে এবং ফারহানা ভাট। দর্শকদের ভোট এবং ঘরের ভেতরের কঠিন সব টাস্ক মোকাবিলা করে তারা ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। তবে শেষ হাসি হাসলেন গৌরব।
ফাইনালের রাতটি ছিল তারকাদের উপস্থিতিতে ভরপুর। নতুন সিনেমা ‘তু মেরি ম্যায় তেরা ম্যায় তেরা তু মেরি’-র প্রচারে মঞ্চে হাজির ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পাণ্ডে।
এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সানি লিওন, করণ কুন্দ্রা এবং ভোজপুরি সুপারস্টার পবন সিং। পারফরম্যান্স ও আবেগঘন মুহূর্তের মধ্য দিয়ে অনুষ্ঠানটি পূর্ণতা পায়।
টফি জেতার পর গৌরবকে প্রশংসায় ভাসান সালমান খান। তিনি বলেন, ‘ওর ব্যক্তিত্বকে অনেক প্রশংসা করব। তার চেয়েও বেশি সম্মান পাবে তার পরিবার ও বন্ধুরা। ওর সঙ্গে কাজ করা সত্যিই আনন্দের। আমিও খুব শিগগির গৌরবের সঙ্গে কাজ করছি।’
বিভি/টিটি




মন্তব্য করুন: