ফরিদপুরে কনসার্টে ইট-পাটকেল ও বিশৃঙ্ক্ষলা, যা বললেন জেমস
ফরিদপুর জিলা স্কুলের ১৮৫ বছর পূর্তি ও পুনর্মিলনী উৎসবের সমাপনী রাতে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হয়। নগরবাউল জেমসের কনসার্ট চলাকালীন বহিরাগতদের ইটপাটকেল নিক্ষেপে ও বিশৃঙ্খলার কারণে অনুষ্ঠানটি বাতিল হয়ে যায়। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে জিলা স্কুল প্রাঙ্গণে এ ঘটনা ঘটে।
এ বিষয়ে জেমসের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন বলেন, ‘ফরিদপুরের ওই কনসার্টে অংশ নিতে সাড়ে সাতটায় পৌঁছাই। এরপর আমরা গেস্ট হাউসে ছিলাম। সেখানেই জানতে পারি অনুস্থানস্থলে বিশৃঙ্খলা হচ্ছে। রাত সাড়ে ১০টায় বিশৃঙ্খলা চরম আকার ধারণ করলে অনুষ্ঠান বাতিল করে সেটি আমাদের জানানো হয়। পরে আমরা ঢাকায় চলে আসি।’
এদিকে জেমস বলছেন, ‘কনসার্ট বাতিলের পেছনে রয়েছে আয়োজকদের অব্যবস্থাপনা ও ব্যর্থতা।’
পুনর্মিলনী অনুষ্ঠানটি নিবন্ধিত প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের জন্য সীমাবদ্ধ রাখা হয়েছিল।তবে জেমসের গান শোনার জন্য কয়েক হাজার অনিবন্ধিত দর্শক স্কুলের বাইরে ভিড় করেন। জায়গার সংকুলান না হওয়ায় তাদের ভেতরে প্রবেশের অনুমতি দেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি সামাল দিতে স্কুলের বাইরে দুটি বড় প্রজেক্টর বসানো হলেও তাতে বহিরাগতদের অসন্তোষ কমেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ৯টার দিকে উত্তেজিত জনতা স্কুলের দেয়াল টপকে ভেতরে ঢোকার চেষ্টা করে।
বাধা পেলে তারা স্কুল প্রাঙ্গণ ও মঞ্চ লক্ষ্য করে এলোপাতাড়ি ইট নিক্ষেপ শুরু করে। এতে আয়োজক কমিটির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান শামীমসহ অন্তত ২৫-৩০ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/এজেড




মন্তব্য করুন: