জমকালো আয়োজনে মধ্য দিয়ে পর্দা নামলো বাভাসি’র ২০২৫
জমকালো আয়োজনে মধ্য দিয়ে পর্দা নামলো বাভাসি’র ২০২৫। মঙ্গলবার সন্ধ্যায় পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৫’ এর ৯ম চলচ্চিত্র উৎসব।
সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন, প্রফেসর ড. হামিদা খানম (ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ), সংস্কৃতিজন রাজীব মণি দাস ও স্বাস্থ্য প্রকৌশল মো. মোশাররফ সোহেন ( স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়), পরিচালক মো. ফাহাদ । রাজধানীর জাতীয় জাদুঘরের সুফিয়া কামাল মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরষ্কার অনুষ্টানের আয়োজন করা হয়।
বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে যারা ছিলেন অভিনেতা আ.খ.ম হাসান, শামীম জামান- অভিনেতা ও পরিচালক, ফরিদ হোসাইন-অভিনেতা ও পরিচালক, মো. জাহিদুল ইসলাম- সাংবাদিক।
দেশ ও দেশের বাহির থেকে ৭১টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শীত ৭টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫ জনকে চূড়ান্ত হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা অভিনেতা ক্লিনটন রোজারিও (আনারকলি)। সেরা চিত্রনাট্যকার সুমাইয়া হামিদ (এক রাত্রি)। সেরা চলচ্চিত্র নির্মাতার পুরস্কার মমিন সরকার (গোল্ডেন বয়) । সেরা মিউজিক ডিরেক্টর অমিত চ্যাটার্জী (স্বপ্নের লন্ডন)। সেরা সম্পাদক রাজন সরকার (কালপুরুষ)।
বিভি/টিটি




মন্তব্য করুন: