• NEWS PORTAL

  • রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫

এআই আতঙ্কে শিল্পা শেঠি! বিকৃত ছবি ছড়াতেই ছুটলেন হাইকোর্টে

প্রকাশিত: ১৯:১৬, ২৭ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
এআই আতঙ্কে শিল্পা শেঠি! বিকৃত ছবি ছড়াতেই ছুটলেন হাইকোর্টে

বিতর্ক যেন পিছু ছাড়ছেই না বলিউড অভিনেত্রী শিল্পা শেঠির। একের পর এক জটিলতায় জড়িয়ে তার জন্য সময়টা মোটেই অনুকূলে যাচ্ছে না। সম্প্রতি প্রায় ৬০ কোটি রুপির প্রতারণা মামলায় স্বামী রাজ কুন্দ্রার সঙ্গে আইনি ঝামেলায় পড়েছেন তিনি। সেই মামলার কারণে আপাতত দেশ ছাড়ার অনুমতিও নেই এই দম্পতির। এর মধ্যেই নতুন এক সংকটে পড়লেন জনপ্রিয় এই অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় শিল্পা শেঠির নামে ছড়িয়ে পড়েছে একাধিক বিকৃত ও ভুয়া ছবি ও ভিডিও। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে এসব কনটেন্ট তৈরি করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে শুক্রবার বোম্বে হাইকোর্টে আবেদন করেন শিল্পা। শুনানি শেষে আদালত এই কনটেন্টগুলোকে ‘অত্যন্ত উদ্বেগজনক ও মর্মান্তিক’ বলে মন্তব্য করেছে।

আদালতে করা আবেদনে শিল্পা শেঠি জানান, নিজের বিকৃত ছবি ও ভুয়া ভিডিও ছড়িয়ে পড়ায় তিনি নিজেকে নিরাপদ মনে করছেন না। ব্যক্তিগত নিরাপত্তা ও সম্মান রক্ষার দাবিতেই তিনি আইনি সহায়তা চান।

অভিনেত্রীর অভিযোগ, তার অনুমতি ছাড়াই কণ্ঠস্বর ও চেহারা নকল করে নানা ভিডিও বানানো হচ্ছে। এমনকি তার নাম ব্যবহার করে ভুয়া বই ও ডিজিটাল কনটেন্ট তৈরি করে সেগুলো সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে।

শিল্পা আরও আশঙ্কা প্রকাশ করেন, এসব ভুয়া ও বিকৃত কনটেন্ট সাধারণ মানুষের মধ্যে তার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে, যা তার ব্যক্তিগত ও পেশাগত জীবনের জন্য ক্ষতিকর।

অভিযোগের প্রেক্ষিতে বোম্বে হাইকোর্ট নির্দেশ দিয়েছে, অবিলম্বে শিল্পা শেঠির সব বিকৃত ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলতে হবে। আদালত পর্যবেক্ষণে জানায়, কারও ছবি ও পরিচয় ব্যবহার করে এভাবে প্রকাশ্যে হেনস্তা করা গুরুতর অপরাধ।

বিচারপতিরা শিল্পার পেশ করা স্ক্রিনশট পর্যালোচনা করে বলেন, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান কারও ব্যক্তিগত জীবন এভাবে জনসমক্ষে তুলে ধরতে পারে না। যেসব ওয়েবসাইট ও ডিজিটাল প্ল্যাটফর্ম এসব ভুয়া কনটেন্ট ছড়িয়েছে, তাদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2