‘সেরা নবাগত অভিনয়শিল্পী’ হিসেবে মনোনয়ন পেলেন আবিদ প্রান্ত
‘একগুচ্ছ কদম’ এর জন্য মেরিল-প্রথম আলো পুরস্কারের ‘সেরা নবাগত অভিনয়শিল্পী’ হিসেবে মনোনয়ন পেয়েছেন তরুণ অভিনেতা আবিদ বিন পারভেজ প্রান্ত। প্রতিবারের মতো এবারও নাটক, চলচ্চিত্র, ওয়েব কনটেন্ট ও গানের শিল্পীদের ওপর এই ভোট কার্যক্রম শুরু হয়েছে।
এ নিয়ে অভিনেতা আবিদ প্রান্ত বাংলাভিশনকে বলেন, এই পাওয়া আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আমি অত্যন্ত আনন্দিত ও সম্মানিত। এটি আমার জীবনের অন্যতম সেরা একটি মুহূর্ত। সত্যি বলতে, আমার কেমন লাগছে তা ভাষায় প্রকাশ করা কঠিন। একজন নবাগত হিসেবে যখন কোনো কাজে হাত দিয়েছি, তখন শুধু ভালো করার চেষ্টাটুকু ছিল। কিন্তু আজ 'মেরিল-প্রথম আলো পুরস্কার ২০২৫'-এর মতো এত বড় আয়োজনে মনোনয়ন পাব, সেটা আমার কল্পনার বাইরে ছিল।
বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রতিবছর মেরিল-প্রথম আলো পুরস্কারের আসর বসে। এবারের আসরেও সমালোচক ও তারকা জরিপ—দুই বিভাগে পুরস্কার পেয়েছেন বিনোদন অঙ্গনের একাধিক তারকা।
ভোটিং লিংক: https://services.prothomalo.com/mpaward/awards
বিভি/জোহা




মন্তব্য করুন: