নতুন বছরের শুরুতে বিপাকে থালাপতি বিজয়
থালাপতি বিজয়
কিছুদিন আগেই সিনেমা ছেড়ে রাজনীতিতে সক্রিয় হয়েছেন ভারতের দক্ষিণী নায়ক থালাপাতি বিজয়। কিন্তু রাজনীতিতে আসার পর থেকেই বেশ খারাপ সময় কাটছে এই জনপ্রিয় অভিনেতার। একের পর ঘটনায় তাকে পড়তে হচ্ছে বিপাকে।
প্রথমে কারুরে রাজনৈতিক সভায় পদপিষ্ট হয়ে নিহতের ঘটনা, পরে তার শেষ ছবির সেন্সর বোর্ডে আটকে যাওয়া, আর এখন সিবিআই সদর দপ্তরে জিজ্ঞাসাবাদ। সব মিলিয়ে বেশ কঠিন সময় পার করছেন চলচ্চিত্রের দুনিয়া থেকে রাজনীতিতে পা দেওয়া এই সুপারস্টার।
জানা যায়, গত সপ্তাহে দিল্লির সেন্ট্রাল ব্যুরো অব ইনভেস্টিগেশনে ডাক পড়েছিল থালাপাতির। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তামিলনাড়ুর কারুরে নির্বাচনী সমাবেশে ৪১ জন নিহতের ঘটনায় তদন্তের জেরে ১২ জানুয়ারি সকালে দিল্লির সিবিআই সদর দপ্তরে উপস্থিত হন বিজয়। সকাল ১১টা ২৯ মিনিটে সিবিআই সদর দপ্তরে পৌঁছানোর পর শুরু হয় তার জিজ্ঞাসাবাদ।
প্রায় ছয় ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয় নায়ককে, সংশ্লিষ্ট সমাবেশ নিয়ে করা হয় একাধিক প্রশ্ন। আনুষ্ঠানিকতা শেষে সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে নায়ক সিবিআই দপ্তর ত্যাগ করেন।
এদিকে ১৩ জানুয়ারি আবারও বিজয়কে তলব করতে চেয়েছিল সংস্থাটি। কিন্তু ফসল কাটার উৎসব পোঙ্গলে অংশ নেওয়ার কথা থাকায় এ তারিখের পরিবর্তে অন্য তারিখ চেয়েছেন অভিনেতা। এতে সম্মতিও জানিয়েছে সিবিআই।
কারুর পদপিষ্ট মামলায় ঘটনার তদন্তে বিজয় থালাপাতির পাশাপাশি তামিলনাড়ুর প্রাক্তন এডিজি (আইন-শৃঙ্খলা) এস ডেভিডসন দেবাশিরভাথমকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। হতাহতের সঠিক কারণ নিরপেক্ষভাবে নিশ্চিত করতে কাজ করছে তদন্ত কমিটি।
অন্যদিকে থালাপতি বিজয় অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগান’–এর মুক্তি স্থগিত করা হয়েছে। ৯ জানুয়ারি ছবিটি মুক্তির কথা থাকলেও এখনো সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন থেকে সেন্সর সার্টিফিকেট না পাওয়ায় ছবির মুক্তি স্থগিত করেছে প্রযোজনা প্রতিষ্ঠান। তাই বলা যায়, নতুন বছরের শুরুতে বেশ খারাপ সময় পাড় করছেন এই সুপারস্টার।
বিভি/জোহা



মন্তব্য করুন: