• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

আইকনিক লিডারশীপ: আজীবন সম্মাননা পেলেন জুয়েল আইচ ও দিলারা জামান

প্রকাশিত: ১৭:৫৭, ১৮ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আইকনিক লিডারশীপ: আজীবন সম্মাননা পেলেন জুয়েল আইচ ও দিলারা জামান

গ্লোবাল আইকনিক লিডারশীপ অ্যাওয়ার্ড-২০২৬ এ আজীবন সম্মাননা পেয়েছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন যাদুশিল্পী ও ইউনিসেফের শুভেচ্ছাদূত বীর মুক্তিযোদ্ধা জুয়েল আইচ এবং বরেণ্য অভিনেত্রী দিলারা জামান।

শনিবার রাতে রাজধানীর বিজয় নগর একটি হোটেলে সিপিএল প্রেজেন্ট গ্লোবাল ইয়ুথ বিজনেস ইনোভেশান ফোরামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে অ্যাওয়ার্ড পান বেসরকারি টেলিভিশন আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী। প্রয়াত তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে নিয়ে আরটিভিতে প্রচারিত একটি প্রতিবেদনের জন্য তাকে এ অ্যাওয়ার্ড প্রদান করা হয়। 

অ্যাওয়ার্ড পান আরটিভির সিনিয়র রিপোর্টার শামীম চৌধুরী

অনুষ্ঠানে দেশের ব্যবসা বাণিজ্য, উদ্যোক্তা, চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি, গান, নাচ, সাংবাদিকতা, চিকিৎসা, সমাজসেবা এবং আবৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৩০ জন গুণীব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। 

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌলা চৌধুরী, বিশিষ্ট নজরুল সংগীত শিল্পী ফেরদৌস আরা, এটিএন বাংলার অনুষ্ঠান বিভাগের উপদেষ্টা তাশিক আহমেদ, দেশ বরেণ্য সংগীত শিল্পী রিজিয়া পারভীন, সংগীত শিল্পী মনির খান, চিত্র নায়ক শাকিল খান'সহ প্রমুখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাবেক তথ্য সচিব ও গ্লোবাল স্টার কমিউনিকেশনের উপদেষ্টা সৈয়দ মার্গুব মোর্শেদ। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক আর কে রিপন।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত