• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ জানুয়ারি ২০২৬

আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ‘পাখি’ খ্যাত সেই অভিনেত্রী

প্রকাশিত: ১২:২৯, ১৯ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
আবারও বিয়ের পিঁড়িতে বসছেন ‘পাখি’ খ্যাত সেই অভিনেত্রী

বিচ্ছেদের পর আবারও বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন ওপার বাংলার ‘পাখি’ খ্যাত অভিনেত্রী মধুমিতা সরকার। এরই মধ্যে দীর্ঘদিনের বন্ধু দেবমাল্য চক্রবর্তীর সঙ্গে বাগদান সম্পন্ন করেছেন মধুমিতা। আগামী ২৩ জানুয়ারি তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। 

রবিবার আংটি বদলের ছবি শেয়ার করে ভক্তদের এই সুখবর জানান অভিনেত্রী নিজেই। বিয়ের ছয় দিন আগে ঘরোয়া আয়োজনে বাগদান সেরে নিলেন এই জুটি।

আংটি বদলের পর কেক কেটে আনন্দ উদ্‌যাপন করেন তারা। সামাজিক মাধ্যমে পোস্ট করা ছবিতে দেখা যায়, হবু স্বামীর আঙুলে আংটি পরিয়ে দিচ্ছেন মধুমিতা; আবার মধুমিতার আঙুলেও আংটি পরিয়ে দেন দেবমাল্য। এরপর দুজনেই তারা তাদের হাতের ছবি দেখিয়ে পোজ দেন। ছবির ক্যাপশনে মধুমিতা লিখেছেন, ‘শুধুই আমার’।

মধুমিতার হবু স্বামী দেবমাল্য চক্রবর্তী পেশায় একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। ব্যক্তিগত জীবনে তিনিও মধুমিতার মতো ভ্রমণপছন্দ করেন। ভারতীয় গণমাধ্যম সূত্র বলছে, আগামী ২৩ জানুয়ারি কলকাতার বারুইপুর রাজবাড়িতে তাদের বিয়ের মূল অনুষ্ঠান হবে। এরপর ২৫ জানুয়ারি শোভাবাজার রাজবাড়িতে জমকালো আয়োজনে বিবাহোত্তর সংবর্ধনাঅনুষ্ঠিত হবে। বিয়ের দিন দুজনেই ঐতিহ্যবাহী পোশাকে সাজবেন বলে জানা গেছে।

অভিনেত্রী মধুমিতা সরকারের দ্বিতীয় বিয়ে এটি। এর আগে মাত্র ১৮ বছর বয়সে অভিনেতা সৌরভ চক্রবর্তীকে বিয়ে করেছিলেন তিনি। তবে কয়েক বছর আগে তাদের বিচ্ছেদ হয়ে যায়। বিচ্ছেদের পর দীর্ঘ বিরতি শেষে বন্ধু দেবমাল্যর হাত ধরে নতুন জীবনে পা রাখতে চলেছেন এই অভিনেত্রী।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত