• NEWS PORTAL

  • বুধবার, ২১ জানুয়ারি ২০২৬

এবার গৃহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনপ্রিয় গায়িকার

প্রকাশিত: ১৯:২৫, ২০ জানুয়ারি ২০২৬

ফন্ট সাইজ
এবার গৃহকর্মীর ছুরিকাঘাতে প্রাণ গেল জনপ্রিয় গায়িকার

বাংলাদেশের মোহাম্মদপুরে গৃহর্কর্মীর হাতে মা-মেয়ে হত্যার পর এবার ভারতে এমনই নৃশংস ঘটনা ঘটেছে। দেশটির জনপ্রিয় সংগীতশিল্পী অনিতা ঘোষকে কুপিয়ে হত্যা করেছে গৃহকর্মী।

সোমবার (১৯ জানুয়ারি) বেহালার পর্ণশ্রী এলাকায় নিজ বাসভবন থেকে উদ্ধার হয়েছে তার রক্তাক্ত মরদেহ। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, শিল্পীর শরীরে একাধিক ছুরির আঘাতের চিহ্ন ছিল।  প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ডাকাতির উদ্দেশ্যে খুন করা হয়ে থাকতে পারে অনিতাকে।

পরিবারের দাবি, গায়িকাকে ধারালো অস্ত্র দিয়ে গোটা শরীর খুঁচিয়ে নৃশংসভাবে খুন করা হয়েছে। টাকা লেনদেন ইস্যুতে এ হত্যাকান্ড হতে পারে বলে ধারণা তাদের। তারা বলছেন, বকেয়া টাকা দিতে অস্বীকার করায় অভিযুক্ত সঞ্জু সরকার ছুরি দিয়ে অনিতার মুখে ও পেটে আঘাত করেছেন।   হত্যাকাণ্ডের ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। 

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, অনিতা তার স্বামী অরূপ ঘোষকে নিয়ে পর্ণশ্রীর ওই আবাসনের একটি ফ্ল্যাটে থাকতেন। জানা গেছে তার স্বামী ডিমেনশিয়া রোগে আক্রান্ত। স্বামীর পাশেই পড়েছিল গায়িকার রক্তাক্ত দেহ। তার বাড়িতে লোকজনের আনাগোনা সেভাবে ছিল না। অরূপ কেন্দ্রীয় সরকারি কর্মচারী ছিলেন। তবে গত ৭-৮ বছর ধরে তিনি ডিমেনশিয়াতে আক্রান্ত। ফলে কাউকে চিনতে পারতেন না। শয্যাশায়ী ছিলেন। তার দেখাশোনার জন্য বাড়িতে ২ আয়া ও রান্নার লোক ছিল। তারাই কেবল আসা যাওয়া করতেন। 

সোমবার সকালে ওই তিনজনের মধ্যে একজন ফ্ল্যাটে আসেন। তিনিই প্রথম দেখেন অনিতার রক্তাক্ত দেহ। সঙ্গে সঙ্গে খবর যায় প্রতিবেশীদের কাছে। তারা আসেন ঘটনাস্থলে ও পুলিশে খবর দেন।

হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক তদন্ত শেষে পুলিশ জানিয়েছে, দুইজন গৃহকর্মী ও একজন রাধুনিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। সঞ্জু নামের এক গৃহকর্মী ইতোমধ্যে তার দোষ স্বীকার করেছে বলে জানিয়েছে সেখানকার পুলিশ। 

পুলিশ জানিয়েছে, অনিতা অচেতন হয়ে গেলে তার শরীর থেকে সোনার গয়না খুলে নেয় অভিযুক্ত গৃহকর্মী। এছাড়া আলমারি থেকে নগদ অর্থও চুরি করেছে হত্যাকারী।  

পুলিশ সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেহালার পর্ণশ্রীর বেচারাম চ্যাটার্জি রোডের প্রিয়দর্শিনী অ্যাপার্টমেন্টের একটি ফ্ল্যাটে স্বামী অরূপ ঘোষের সঙ্গে থাকতেন অনিতা ঘোষ। অরূপ দীর্ঘদিন ধরে ডিমেনশিয়ায় আক্রান্ত। তাকে দেখাশোনার জন্য বাড়িতে কাজের লোক রাখা হয়েছিল। অনিতার ছেলে বেহালার অন্য একটি ফ্ল্যাটে থাকেন। অনিতা ঘোষ একসময় দূরদর্শন ও আকাশবাণীর নিয়মিত সংগীতশিল্পী ছিলেন। 

সূত্র: আজতাক বাংলা

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত